বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
Reading Time: 1 minute
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
৩রা সেপ্টেম্বর রবিবার,ঠিক বিকেল ৩.৩০ মিনিটে,সৌরভ বাঙ্গানি ও বিবেক জয়স ওয়াল এর উদ্যোগে, বোম টু ড্যান্স ড্যান্সার প্যারাডাইসের গ্রান্ড ফাইনাল শুরু হয়, আলিপুর ধনধান্য অডিটোরিয়ামে, সেপ্টেম্বরের এক ও দুই সারাদিনব্যাপী ওয়ার্কশপ ও কম্পিটিশনের মধ্য দিয়ে বাছাই পর্বের পর, আজ তার গ্র্যান্ড ফাইনাল, এবং এখান থেকেই আজকে বেছে নেবেন সেরা নৃত্যশিল্পীকে, এবং তার হাতেই তুলে দেবেন এক লক্ষ টাকা, বিচারকের বিচারে, আজকের বিচারকের আসনে উপস্থিত আছেন টেরেন্স লুইস, বলিউড কোরিওগ্রাফার।পূর্ব ভারতের সবচেয়ে বড় নিত্য প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল, যা সারা দেশ থেকে বিভিন্ন নৃত্য শিল্পী এই প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন এবং সেপ্টেম্বরের এক ও দুই ওয়ার্কশপের মাধ্যমে তারা তাদের পারফরমেন্স দেখিয়েছেন। এবং সেখান থেকেই আজকে সকলের পারফরমেন্স তুলে ধরলেন এবং তার থেকে বেছে নেবেন বিচারক, সেরা নৃত্য শিল্পীকে, সৌরভ ও বিবেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন ,যেখানে নিম্ন তিন বৎসর থেকে শুরু করে আপার বয়স পর্যন্ত সকলেই অংশগ্রহণ করতে পারে,। সেই সকল নৃত্যশিল্পীকে সঠিক গাইড করে ওয়ার্কশপের মাধ্যমে ,সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করলেন। এই ধরনের প্রতিযোগিতা এই প্রথম সৌরভ ও বিবেকের উদ্যোগে কলকাতার বুকে শুরু করলেন। যা আগে কোনদিন এই ধরনের প্রতিযোগিতা হয় না,গ্র্যান্ড ফিনালে উপস্থিত ছিলেন, টেরেন্স লুইস বলিউড কোরিওগ্রাফার, উপস্থিত ছিলেন কমলেশ প্যাটেল সেলিব্রেটি পারফর্মার, ডিআইডি খ্যাত, উপস্থিত ছিলেন ত্রিনা সাহা সিরিয়াল ও সুনেমা জগতের অভিনেত্রী সহ অন্যান্য অতিথিবৃন্দরা , অনুষ্ঠান শুরুর পূর্বে একটি সুন্দর প্রেস কনফারেন্স এর মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এবং কিভাবে তারা দুইদিন ধরে এই সকল ছোট ছোট শিশুদের ওয়ার্কশপ করিয়েছেন সেই সম্বন্ধেও সাংবাদিকদের সামনে তুলে ধরলেন।উপস্থিত ছোট ছোট নৃত্য শিল্পীদের পরিবার পরিজনরা জানালেন, সত্যিই আমরা মুগ্ধ, যেভাবে আমাদের বাচ্চাদেরকে নিজের হাতে করে, এই দুদিনে ওয়ার্কশপ করিয়ে তৈরি করলেন, আমরা এর জন্য বিশেষ করে সৌরভ ও বিবেক ভাইদের কাছে কৃতজ্ঞ। আমরা এটুকু আশা করব এই ধরনের প্রতিযোগিতা যেন থেমে না থাকে, আরও নতুন প্রচেষ্টা নিয়ে এগিয়ে আসে শুধু বিভিন্ন জেলা নয়, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রতিযোগিরা অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়।