বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
১৩ই আগস্ট রবিবার, বিকেল পাঁচটায়, গোলপার্ক নজরুল মঞ্চ অডিটোরিয়ামে , রেড উইন ইন্টারটেইনমেন্ট এর পরিচালনায় এবং অভিজিৎ গুপ্তর ও অরিন্দম মহাশয় এর উদ্যোগে, একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে বেঙ্গলী ফিল্ম এন্ড টেলিভিশন অ্যাওয়ার্ড তুলে দিলেন,, বেশ কয়েকজন সম্পাদক ,পরিচালক, টেকনিশিয়ান ,অভিনেতা, অভিনেত্রী , সাউন্ড ডিজাইনার, মেকআপ আর্টিস্টদের হাতে। প্রায় 40 জনকে এই অ্যাওয়ার্ড তুলে দিলেন,অনুষ্ঠান শুরু হয় দুটি সুন্দর নৃত্যে এবং প্রদীপ প্রজ্জালনের মধ্য দিয়ে, উপস্থিত ছিলেন পরিচালক সূর্য সেন, সঞ্জীব বসাক , অভিজিৎ দাশগুপ্ত, অনির্বাণ মহাশয় সহ অন্যান্যরা, সঞ্চালনা করেন অভিনেতা বিশ্বনাথ ও তানিয়া ,এই অ্যাওয়ার্ড দেখতে অডিটোরিয়াম প্রায় পরিপূর্ণ হয়ে উঠেছিল,। বেঙ্গলি ফিল্ম এন্ড টেলিভিশনের এটি প্রথম পথ চলা তাই তারা স্বীকার করেছেন আমাদের হয়তো অনেক ভুল ত্রুটি থেকে থাকতে পারে, সকলে যেন মার্জনা ও ক্ষমা করে দেন । আগামী দিনের চেষ্টা করব এই ভুলগুলিকে সংশোধন করে দেওয়ার,মঞ্চে উপস্থিত ছিলেন,সিরিয়াল ও ফিল্ম জগতের বিভিন্ন কলাকুশলী ও অভিনেতা অভিনেত্রী এ ছাড়া উপস্থিত ছিলেন পরান বন্দ্যোপাধ্যায়, নৃত্যেও গানে দর্শকদের মন ভরিয়ে তুলেছিলেন জি বাংলা, সারেগামা খ্যাত শিল্পী ও নৃত্যশিল্পীরা,যাদের স্মরণে অ্যাওয়ার্ড গুলি অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টর দের হাতে তুলে দেয়া হয়, যাদের স্মৃতি আজও জড়িয়ে রয়েছে, এবং যাদের অক্লান্ত পরিশ্রমে এবং পরিচালনায়, বহু সিরিয়াল ও সিনেমা আজও মানুষের মনে দাগ কেটে রয়েছে, কিন্তু তারা আজ আর আমাদের মধ্যে নাই, তাদের স্মৃতির উদ্দেশ্যে এই আ্যওয়ার্ড গুলি তুলে দেয়া হয়। , যাদের স্মৃতির উদ্দেশ্যে অ্যাওয়ার্ড গুলি দেয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন, তপন সিনহা, ঋত্বিক ঘটক ,ঋতুপর্ণহ্য ঘোষ ,মৃণাল সেন, সত্যজিৎ রায়, ধীরেন গাঙ্গুলী, উত্তম কুমার, রবি ওঝা , ধীরেন গাঙ্গুলী, শক্তি সামন্ত ,বুদ্ধদেব দাশগুপ্ত ,সন্দীপ চৌধুরী ,বাপ্পাদিত্য ব্যানার্জি, হিষিকেশ মুখার্জি, পার্থপ্রতিম চৌধুরী, তরুণ মজুমদার, হরিসাধন দাশগুপ্ত, জগন্নাথ গুহ, যীশু দাশগুপ্ত ,বাসু চ্যাটার্জী, অঞ্জন চৌধুরী প্রকৃতি।আর যাহারা এই অ্যাওয়ার্ড গুলি বিভিন্ন কাজের জন্য পেয়েছেন, তাহাদের মধ্যে কয়েকজন হল নীলাঞ্জন মন্ডল, অর্ঘ্য কমল মিত্র, সোমনাথ কুন্ডু, মানস গাঙ্গুলী, স্নেহাশীষ চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলী, পুরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জি, রাজীব বোস ,পলি দাম ,কণিকা ব্যানার্জি ,সুপর্ণা লাহিড়ী সহ অন্যান্যরা।সকলে অ্যাওয়ার্ড পেয়ে একটি কোথায় বলেন, বেঙ্গলী ফিল্ম এন্ড টেলিভিশন যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের হাতে সম্মান তুলে দিলেন ,আমরা গর্বিত ,আমাদের চলার পথ আরো বাড়িয়ে দিলেন, আমরা চেষ্টা করব আরো ভালো কাজ করতে এবং দর্শকদের আনন্দ দিতে, ধন্যবাদ জানাবো আজকের উদ্যোক্তাদের।