শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
কামরুল ইসলাম, ময়মনসিংহ:
আজ সকালে ১৯ এপ্রিল, মঙ্গলবার ১১টায় নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলা পরিষদের হল রুমে আটপাড়া উপজেলাকে ‘ক শ্রেণির ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করার লক্ষ্যে ট্রান্সফোর্স কমিটি, বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ ও সাংবাদিকদের সাথে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, আওয়ামী লীগ নেতা মো: সুলতান উদ্দিন আহমেদ, দুওজ ইউ.পি চেয়ারম্যান মো: সায়েদুল হক তালুকদার, মো: শাহজাহান কবীর, বীর মুক্তিযোদ্ধা মো: সুলতান উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, ইউ.পি চেয়ারম্যন অখিল চন্দ্র দাস, মো: আব্দুস সাত্তার, মো: শাহজাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মেসখাতুর রহমান, যুবলীগ সাধারণ সম্পাদক মো: রোকনউজ্জামান রোকনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ প্রমূখ।