শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
কামরুল হাসান, ময়মনসিংহ :
আজ সোমবার (২৩ অক্টোবর ) সকাল ১০ টার দিকে গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের পশ্চিম ধামাইল গ্রামে পল্লীবিদ্যুতের বৈদ্যুতিক পোলের নিচে চাপা পড়ে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।
বৈদ্যুতিক পোলের নিচে চাপা পড়া বৃদ্ধের নাম আছর উদ্দিন (৭০) । আজ সকালে ধামাইল গ্রামের এশিয়ান হাইওয়ে সড়কের পাশে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক লাইনের কাজ চলমান রয়েছে। আজ সকালে বৃদ্ধ আছর উদ্দিন গরু নিয়ে পল্লী বিদ্যুতিক পোলের পাশ দিয়ে মাঠে যাচ্ছিলেন। হঠাৎ বিদ্যুতিক পোলের গোড়ার নরম মাটি ভেঙ্গে গিয়ে পোল বৃদ্ধ আছর উদ্দিনের গায়ের উপর পড়ে যায়। তিনি পোলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, ঘটনাস্থলে সাথে সাথে পুলিশ পাঠিয়ে লাশ ময়মনসিংহে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।