রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডে আ’লীগের সাবেক সভাপতিসহ গ্রেফতার ৯ নওগাঁর ১নং ভাঁরশো ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেফতার রাজশাহীতে ফের বাস ও সিএনজি চালকের সংঘর্ষ আহত ২ রাজশাহীর পুঠিয়ায় ইটের মাপ কমিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ পাবনায় বালুবাহি ট্রলি চাঁপায় পুলিশ সদস্য নিহত ১জন আহত আটক ২জন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি’র নতুন কমিটি গঠন রাজশাহীতে ভরা মৌসুমে সারের তীব্র সংকট! আলু বীজ রোপণ করতে পারছেন না চাষিরা! দৈনিক আজকালের খবর পত্রিকা’র সাংবাদিক না ফেরার দেশে চলে গেলেন আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা চেক বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

পাবনায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reading Time: 2 minutes

তালুকদার রাসেল, পাবনা:
পাবনায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভারী মালামাল ও যন্ত্রপাতি পরিবহনের জন্য ঈশ্বরদী থেকে রূপপুর পর্যন্ত ২৬ দশমিক ৫২ কিলোমিটার রেলপথ ও রেল স্টেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ৩৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ রেলপথ ও রেল স্টেশন গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঈশ্বরদী-রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত রেলপথ এবং ‘রূপপুর’ স্টেশন আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে ঈশ্বরদীর রূপপুর স্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, সংরক্ষিত মহিলা আসনের এমপি নাদিরা ইয়াসমিন জলি, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লুৎফর রহমান, পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আসাদুল হক, পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী , পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার শাহাব উদ্দিন, ঈশ্বরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পশ্চিমাঞ্চল রেলের ডিআরএম শাহ সূফী নূর মোহাম্মদ, উপজেলা নির্বাহী অফিসার পি. এম ইমরুল কায়েস, সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও, পাকশী বিভাগীয় রেলওয়ের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, এই রেলপথের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভারী যন্ত্রপাতি, মালামাল ছাড়াও ঈশ্বরদী ইপিজেডের প্রস্তুতকৃত মালামাল কন্টেইনারের মাধ্যমে কম খরচে, কম সময়ে সরাসরি চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে দ্রুত আনা-নেওয়া করা যাবে। ঈশ্বরদী-রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত রেলপথ এবং ‘রূপপুর’ স্টেশন গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঈশ্বরদী-রূপপুর রেলপথ উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকান্ডে নতুন দ্বার উন্মোচন সহ। ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে। পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ এপ্রিল এ রেলপথে নির্মাণ কাজ শুরু হয়। ২০২২ সালের ৩০ জুন ঈশ্বরদী বাইপাস টেক অব পয়েন্ট থেকে পাকশীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ২৬ দশমিক ৫২ কিলোমিটার ব্রডগেজ-মিটারগেজ (ডুয়েল গেজ) রেললাইনের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com