বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
১৪ই আগস্ট ও ১৫ই আগস্ট, সোমবার ও মঙ্গলবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৭ তম স্বাধীনতা দিবস পালন করলেন “পাশে আছি “উদ্যোগে এবং জীবন সাথী বিকাশ ফাউন্ডেশনের সহযোগিতায় ও সম্পাদক সাহিল মল্লিক ও সভাপতি গোলাম মাসুদ এর অক্লান্ত পরিশ্রমে চেরাগ্রাম ,তেমাথা, গুড়াপ, হুগলী, একটি প্রত্যন্ত গ্রামে, ছোট ছোট ছেলে মেয়েদের উৎসাহ দিতে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করলেন, এলাকাবাসী সাধুবাদ জানালেন এই ধরনের একটি সংগঠন এগিয়ে আসার জন্য বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন, অভিনেত্রী পায়েল সরকার, অভিনেতা জয়, এক্স কমান্ডো সুজয় মণ্ডল, শহিদুল লস্কর সহ বিভিন্ন সমাজ শিবিরাও উপস্থিত ছিলেন, যাহারা বিভিন্নভাবে এলাকায় এলাকায় সবার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ।”পাশে আছি” উদ্যোগে , ১৪ই আগস্ট প্রাক স্বাধীনতা দিবস উপলক্ষে , অঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন ১৫ ই আগস্ট মঙ্গলবার , পাশে আছি সংগঠন, প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন, এরপর সংগীত ও নৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের বিভিন্ন অনুষ্ঠানের শুভ সূচনা করেন।, এছাড়া ওয়াজ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করেন, এরপর বিকেল চারটে থেকে যে সকল অতিথি রা উপস্থিত হয়েছিলেন তাদেরকে উত্তরীয় ব্যাচ এবং মোমেন্টো দিয়ে সম্বর্ধনা জানান, এবং এর মাঝে মাঝে সুন্দর গান ও নৃত্যের আয়োজন করুন, এবং তার সাথে সাথে ১৪ ই আগস্ট যে সকল প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন ,প্রত্যেক বিভাগের এবং প্রত্যেক গ্রুপে প্রথম তিনজনকে পুরস্কৃত করেন এবং তাদের হাতে পুরস্কার তুলে দেন, সারা বছর বিভিন্ন কর্মকান্ডে যুক্ত থাকলেও এই দিনটিকে আলাদাভাবে মানুষের সামনে তুলে ধরেন এবং এলাকার ছোট ছোট শিশুদের উৎসাহিত করেন। শুধু তাই নয় বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন সময় সেবী উপস্থিত হন এবং তাদের হাতেও পুরস্কার তুলে দেন, যাহারা কেউ থ্যালাসেমিয়া দের নিয়ে কাজ করেন, কেউ নিজের বোনকে বিনা চিকিৎসা হে হারিয়ে যেতে দেখে, নিজে ট্যাক্সি চালিয়ে একটু হসপিটাল তৈরি করেন এবং সেখানে দুটো মানুষের চিকিৎসার ব্যাবস্থা করেন, আবার কেউ সারা বছর মহিলাদের ন্যাপকিন ও স্যানিটাইজার দিয়ে সাহায্য করেন এই সকল মানুষদের তারা আজকে সম্মানিত করলেন এবং এর সাথে বেশ কয়েকজন মাধ্যমিক পাস ছেলে মেয়েদের স্কলারশিপ এর সুযোগ দিলেন।সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে বলেন সবার সহযোগিতা নিয়ে আমরা এই ভাবি সবার পাশে থাকতে পেরে গর্বিত। এবং আমাদের ডাকে সবাই এই ভাবে উপস্থিত হয় আমরা খুশি আমাদের মনোবল বাড়িয়ে দিল। আমরা আরো জাতে নতুন কিছু করতে পারি সবার সহযোগিতা নিয়ে এই কামনা করি। এবং এলাকার মানুষকে ধন্যবাদ জানাই ,দুদিন ধরে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন ও উৎসাহিত করেছেন, আর ধন্যবাদ জানাই আমাদের ছোট ছোট ছেলেমেয়েদের, যারা আমাদের সংস্থায় যুক্ত আছেন, এবং এই দুটো দিন তাদের অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর অনুষ্ঠান পরিপূর্ণ হয়ে উঠার জন্য, আর ধন্যবাদ জানাই যে সকল অতিথি আমাদের কথায় মঞ্চে উপস্থিত হয়েছিলেন।