মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
বাহার উদ্দিন,ফুলপুর:
ময়মনসিংহের ফুলপুরে আজ ১৪ আগস্ট রোজ সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও ফুলপুর বিদ্যুৎ বিভাগের পিডিবি এর উদ্যোগে ফুলপুর উপজেলার গোদারিয়া ব্যারাক ও মোকামিয়া আশ্রয়ণে চাল, ডাল, তেল লবণ সহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন জনসেবায় সব সময় নিয়োজিত তারই ধারাবাহিকতায় গরীব অসহায় অনাহারী সুবিধা বঞ্চিত মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে এগিয়ে আসেন ফুলপুর উপজেলার ইউএনও এম সাজ্জাদুল হাসান ও বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মহোদয়। এসময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনবান্ধব (মানবিক) ইউএনও এম. সাজ্জাদুল হাসান মহোদয় ও ফুলপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান জনাব আতাউল করিম রাসেল এবং বিদুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি সহ আরও অনেকই।