শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
আবুল হাশেম, বাঘা রাজশাহী :
রাজশাহীর বাঘায় সাঁজাপ্রাপ্ত পলাতক১৩ টি মামলার আসামিকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ । এ সময় তার কাছ থেকে ২০ পিচ ইয়াবা ও ৫গ্রাম হেরোইন এবং একটি নাম্বার প্লেট বিহিন পালসার মটরবাইক উদ্ধার করা হয়। বুধবার (২২ সেপ্টেম্বর) ভোর ৪টায় বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি)মো,সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে এসআই রবিউল ও এসআই মো,স্বপন হোসেন উপজেলার মুর্শিদপুর এলাকায় অভিযান পরিচালনা করে বাবু প্রামানিক(৩৪) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।আসামী বাবু প্রামানিক(৩৪) ০১ বছরের সশ্রম কারাদন্ড ও ১হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড সাজা প্রাপ্ত আসামী। জানা যায়, বাবু প্রামানিক (৩৪) বাঘা পৌরসভার -কলিগ্রাম একালার মোঃ রমজিৎ আলীর ছেলে। ঘটনার সময় বাবুর শরীর তল্লাশী করে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৫ গ্রাম হেরোইন উদ্ধার করে এসআই রবিউল, ও এসআই মো,স্বপন হোসেন। বাবু প্রামানিক এর নামে আগের ১৩ টি মামলা রয়েছে বিভিন্ন থানায়।পুলিশ সদস্যকে মারপিটের অভিযোগে ও বাবুর নামে মামলা রয়েছে। এই সংক্রান্তে বাঘা থানার (২২সেপ্টেম্বর) নতুন করে আরও ১টি মামলা রুজু হয়। মামলা নং- ২৫, তাং- ২২/০৯/২০২১ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০(ক)/৮(খ)/২৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।আসামীর বিরুদ্ধে বর্ণিত মামলা ছাড়াও আরও ১৩টি মামলা রয়েছে। (১) (12BY6) নাটোর এর নাটোর সদর থানার এফ আই আর নং-৮/৮, তারিখ- ০৭ জানু, ২০১৯; জি আর নং-৮/২০১৯, তারিখ- ০৭ জানু, ২০১৯; সময়- ০৭.০৫ ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; (২) (2PMNM) রাজশাহী এর বাঘা থানার এফ আই আর নং-১২, তারিখ- ১৫ ডিসে, ২০১৭; জি আর নং-২৪৬/১৭; সময়- ২০.২০ ঘটিকা ধারা-৪৬১/৩৮০/৪১১পেনাল কোড-১৮৬০; (৩) (2LKVH) রাজশাহী এর বাঘা থানার এফ আই আর নং-২২, তারিখ- ২৫ ফেব্রু, ২০১৭; জি আর নং-২২/৪৫; সময়- ২১.১৫ ঘটিক ধারা-১৯(১)এর৭(ক)১৯৯০সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন,(৪) (24F4M) রাজশাহী এর পুঠিয়া থানার এফ আই আর নং-১৭, তারিখ- ২৩ নভে, ২০১৫; জি আর নং-২৪৮/১৫; সময়- ২৩.১০ ঘটিকা ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, (৫) (296VE) রাজশাহী এর বাঘা থানার এফ আই আর নং-৩০, তারিখ- ২৫ আগষ্ট, ২০১৫; জি আর নং-২১৩/১৫; সময়- ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩০৭/৩৭৯/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০; (৬)। (N4G8) রাজশাহী এর বাঘা থানার এফ আই আর নং-৮, তারিখ- ১৩ অক্টে, ২০১৩; জি আর নং-২৮১/১৩; সময়- ধারা- ১৪৩/৩৩২/৩৫৩/২২৪/২২৫/৩৭৯ পেনাল কোড-১৮৬০; (৭) (FG7K) রাজশাহী এর বাঘা থানার এফ আই আর নং-৪, তারিখ- ০৫ সেপ্টে, ২০১৩; জি আর নং-২৫৬/১৩; সময়- ধারা- ৪৬৭/৩৮০ পেনাল কোড-১৮৬০; (৮) (H5GW) রাজশাহী এর বাঘা থানার এফ আই আর নং-৩, তারিখ- ০৪ জুলাই, ২০১৩; জি আর নং-১৯২/১৩; সময়- ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০; (৯)। (14AB) রাজশাহী এর বাঘা থানার এফ আই আর নং-১৬, তারিখ- ২৫ সেপ্টে, ২০১০; সময়- ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০;(১০) (58NE) রাজশাহী এর বাঘা থানার এফ আই আর নং-১৪, তারিখ- ১৪ এপ্রিল, ২০০৭; সময়- ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩০৭/১১৪ পেনাল কোড-১৮৬০; (১১)। (6BS9) রাজশাহী এর বাঘা থানার এফ আই আর নং-৪, তারিখ- ০২ মে, ২০০৬; সময়- ধারা- ১৪৩/৩২৩/৩২৬ পেনাল কোড-১৮৬০; (১২) (6FCW) রাজশাহী এর চারঘাট থানার এফ আই আর নং-৩, তারিখ- ০৬ নভে, ২০০৫; সময়- ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০;(১৩)(72GU) রাজশাহী এর বাঘা থানার এফ আই আর নং-১৭, তারিখ- ২০ মে, ২০০৫; সময়- ধারা- ১৪৩/৩২৩/৩৭৯ পেনাল কোড-১৮৬০ ধারার মামলা পাওয়া যায়। এবিষয়ে বাঘা থানার অফিসার্স ইন-চার্জ (ওসি) মো,সাজ্জাদ হোসেন বলেন,কয়েকদিন ধরে বৃষ্টিতে ভিজে অবশেষে পলাতক আসামী বাবু প্রামানিক কে মাদকসহ গ্রেফতার করেছি।তার বিরুদ্ধে আজ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়েছে। বিগত তার নামের ১৩টি মামলা ও ১টিতে সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী রয়েছে। গ্রেফতারকৃত বাবু প্রামানিক কে আজ বুধবার(২২ সেপ্টেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।