শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় “তারুণ্যের উৎসব ২০২৫”: আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে নবাগত জেলা প্রশাসকের কর্মদিবস শুরু!! গোবিন্দগঞ্জে ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ১২০ শিক্ষার্থীদের পথচলা পুরাতন কাঠের তৈরি সাঁকো ভাঙ্গলেই সমস্যা হবে শেরপুরে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টা মাদক সমাজের ক্যান্সার এটা প্রতিরোধে প্রশাসনের অনিহা-শিমুল বিশ্বাস গণমাধ্যমে বিকৃত তথ্য প্রচার ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকে প্রতিবাদী ব্রিফিং কৃষি অফিসের সামনে থেকে প্রণোদনার সার-বীজ পাচার রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না-সারজিস আলম গাবতলীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ এই জনপদকে যারাই পদদলিত করেছে বাঙ্গালি তাদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে-শিমুল বিশ্বাস

মহাবীর দানওয়ার জুয়েলার্সের কাপল নাম্বার ওয়ান প্রতিযোগিতার আজ আবরণ উন্মোচন.

Reading Time: 2 minutes

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা :
মহাবীর দানওয়ার জুয়েলার্সের কাপল নাম্বার ওয়ান প্রতিযোগিতার আজ আবরণ উন্মোচন। আজ ১৩ই জুন, মঙ্গলবার ২০২৩, ৪২ এর এ পার্ক স্টীট, শ্রীলেখা অ্যাপার্টমেন্ট এর প্রথম তলে, একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমিক মহাবীর ডানওয়ার জুয়েলার্স একটি প্রতিযোগিতার আয়োজন করলেন,, এই প্রতিযোগিতার চৌদ্দই জুন থেকে শুরু হবে। এই প্রতিযোগিতাটিকে সুন্দরভাবে সাজিয়েছেন জুয়েলার্সের কর্ণধার এবং ডিজাইনারেরা বিবাহের তাৎপর্য প্রকাশে মহাবীর দানওয়ার জুয়েলার্স কাপল নাম্বার ওয়ান প্রতিযোগিতা শুরু করল। অলংকারের ঐতিহ্যবাহী এবং শিল্পসুষমার উৎকর্ষতম প্রকাশে দক্ষ দানওয়ার জুয়েলার্স, বিবাহিত দম্পতির বিবাহ বার্ষিকী আরো অর্থবহ করতে সংস্থার পক্ষে কাপল নাম্বার ওয়ান প্রতিযোগিতার আয়োজন করেছেন। জুয়েলারীর কর্ণধার জানান ,এর মাধ্যমে ভারতের বিবাহ বন্ধন ঐতিহ্যমন্ডিত এক বন্ধনের বিষয় এবং ভালোবাসার চিরন্তন গড়ে উঠবে ,প্রাত্যহিক জীবন যাপনের মাধ্যমকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা শুরু হবে ১৪ই জুন থেকে, শ্রেষ্ঠ প্রতিযোগী বাছাইয়ের জন্য বিভিন্ন যোগ্যতার দক্ষ ব্যক্তিগণ বিচারক হিসেবে উপস্থিত থাকবেন, বিচারকের মধ্যে উল্লেখযোগ্য বিশিষ্ট অভিনেত্রী রিচা শর্মা, সফল ব্যবসায়ী প্রীতি আগরওয়াল, প্রেরণাদায়ী বক্তা নয়না মোড়ে ,পাঁচবারের মহিলা কেটলবল ক্রীড়া চ্যাম্পিয়ন শিবানী আগরওয়াল ,এছাড়া থাকছেন সংস্থা ডিরেক্টর অরবিন্দ সোনি সহ অন্যান্য অতিথিরা ও বিচারকেরা মহাবীর দানওয়ার জুয়েলার্সের ডিরেক্টর বিজয় সোনি প্রতিযোগীদের সাফল্য কামনা করেন, বিবাহের পবিত্র বন্ধনকে প্রাত্যহিক ভালবাসার দিবস হিসাবে উদযাপনের জন্য উৎসাহ যোগাবে বলে মনে করেন, সমস্ত ডিজাইনার সবিতা শনি জানান সংস্থা ভালবাসার শক্তি যা আমাদের জীবনে আনন্দময় করে আমরা তাতেই বিশ্বাসী, এবং সংস্থার ডিজাইনার ইন্দু সোনি জানান ভালোবাসা হৃদয় ও আত্মার মেলবন্ধনের মাধ্যমে কাপল নাম্বার ওয়ান প্রতিযোগিতায় সংস্থার ভালবাসার সৌন্দর্য নিয়ে উদযাপন করতে আগ্রহী,,, ডিজাইনার রেনু সনি এবং ডিরেক্টর অমিত সোনি জানান এমন এক প্রতিযোগিতার আয়োজন করেছেন যাহার মাধ্যমে এমডি জে গ্রুপ সকলের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে,, একইভাবে ডিরেক্টর এবং ডিজাইনার রাজেশ্বরী শনি এবং সন্দীপ শনি জানান অলংকার ডিজাইনার হিসাবে আমরা ধন্য এই রকম একটি প্রতিযোগিতার আয়োজন করতে পেরে মহাবীর দানওয়ার জুয়েলার্স কলকাতার পার্ক স্ট্রীট ছাড়াও বিভিন্ন জায়গায় তাদের শাখা বিস্তারিত করেছেন। সংস্থার কর্ণধার জানান যে সকল প্রতিযোগী অংশগ্রহণ করবেন, তাদের বিভিন্ন সাইড থেকে ফর্ সংগ্রহ করতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com