শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
বগুড়া প্রতিনিধিঃ
ঢাকা-বগুড়া হাইওয়ে রোডের পাশে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত নামা বৃদ্ধাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে সিএনজি চালক সিএনজিতে হাসপাতালে আসার পর মারা যায় বৃদ্ধা। রবিবার (৯ মে) সকাল ১২ টার দিকে শেরুয়া বটতলা এলাকায় রক্তাক্ত অবস্থায় বৃদ্ধটিকে পাওয়া যায়। সিএনজি চালক শামীম জানান, আমি সিএনজি নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে বৃদ্ধাটিকে পড়ে থাকতে দেখি।
এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় সিএনজিযোগে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে নিয়ে আসার পরপরই বৃদ্ধা টি মারা যায। স্থানীয়রা জানান,অজ্ঞাত নামা দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিলে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে যায়। এ বিষয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার সাবিহা শবনম জানান, হাসপাতালে নিয়ে আসার ৫ মিনিট পরেই বৃদ্ধা টি মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ বৃদ্ধার পরিচয় জানতে পারেনি।