শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
ঢাকা সোমবার ১২ জুলাই ২০২১: বিএমএসএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেছেন, সংগঠনের শাখাসমুহের সাথে যোগাযোগ বাড়াতে কোড নাম্বারের আওতায় আনা হচ্ছে। এটি সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করবে বলে আমরা বিশ্বাস করি। চলমান সাংবাদিক নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, আজকাল দেশের সাংবাদিকদের হয়রাণী করতে কোনরুপ তদন্ত ছাড়া যে হারে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা গ্রহন এবং গ্রেফতার করা হচ্ছে তা গোটা সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলছে। তদন্তে সত্যতার প্রমান ছাড়া আর যেন কোন সাংবাদিককে গ্রেফতার করা না হয় দাবি জানিয়ে তিনি অবিলম্বে পেশাদার সাংবাদিকদের তালিকা, সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের জন্য সরকারের নিকট দাবি করেন।
সোমবার রাত ৯টায় বিএমএসএফের ২০ টি শাখা কমিটি অনুমোদন এবং কোড নাম্বার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে জুম মিটিংয়ে তিনি একথা বলেছেন।
এতে সভাপতিত্ব করেন বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন। তিনি তার বক্তব্যে বলেন, ইতিমধ্যে বিএমএসএফের সারাদেশের সদস্যদের ডিজিটাল পদ্ধতিতে ডাটাবেইজ তৈরীর কাজ শুরু করেছে। আগামী ৩০ জুলাই পর্যন্ত সদস্য সংগ্রহ চলবে। এদিকে শাখাসমুহের সাথে সমন্বয়ের জন্য তিন সংখ্যা বিশিষ্ট কোড নাম্বার প্রদান করার কাজ চলমান রয়েছে।
এতে কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন নীলু, সাংগঠনিক সম্পাদক এনামুল কবির সোহেল এমএ আকরাম, তথ্য ও গবেষণা বিভাগের সম্পাদক আবুল হাসান বেলাল, অর্থ বিভাগের সম্পাদক শারমিন সুলতানা মিতু, ঢাকা জেলা দক্ষিণ ১২৫ সভাপতি নাসির উদ্দিন পল্লব, কক্সবাজার ১২২ সাধারণ সম্পাদক মো: শহীদুল্লাহ, ময়মনসিংহের ১২৯ সভাপতি শিবলি সাদিকসহ ৪০ টি শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ সংগঠনের ১৪ দফা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ হন।
কোড নাম্বার প্রদানকৃত শাখা সমুহের মধ্যে বিএমএসএফ ঢাকা জেলা দক্ষিণ ১২৫, উত্তর ১২৬, গাজীপুর ১২৭, শ্রীপুর ১২৮, ময়মনসিংহ ১২৯, ভালুকা ১৩০, নান্দাইল ১৩১, রাজশাহী ১৩২, সাতক্ষীরা ১৩৩, ভান্ডারিয়া ১৩৪, ইন্দুরকানী ১৩৫, মঠবাড়িয়া ১৩৬, রাজাপুর ১৩৭, বাউফল ১৩৮, কুয়াকাটা ১৩৯, কলাপাড়া ১৪০, রাঙ্গাবালী ১৪১, মিজর্জাগঞ্জ ১৪২, দুমকি ১৪৩ ও পটুয়াখালী ১৪৪ নাম্বার কোডের আওতায় আনা হয়েছে।