শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

News Headline :
পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কোটি মানুষের জানাজায় রাখাল রাজার পাশে রাখাল রানী সমাহিত আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন নীলফামারী-১ আসনে প্রকৌশলী তুহিনকে মনোনয়নের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ চরহনুমন্ত নগরে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পালিয়েছে পাচারকারী রাজশাহীর গোদাগাড়ীতে আলুর বাম্পার ফলন: ভালো বাজার আবহাওয়ায় ও আশা বাড়াল কৃষকের

শুভ মুক্তি পেল ক্যাফে পজেটিভে তরুণ শিল্পী অরিন সেনগুপ্তের একটি নতুন মিউজিক ভিডিও-ওয়াক থ্রু দ্য ডোর

Reading Time: 2 minutes

শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
২৯ শে জুলাই শনিবার, ঠিক সন্ধে সাড়ে ছটায় ৬৪ এর লেকভিউ রোড, কলকাতা ২৯ এর সংযোগস্থলে, ক্যাফে পজেটিভে, একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং অতিথিদের উপস্থিতিতে এই ভিডিও অ্যালবামের শুভ সূচনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত সংগীত শিল্পী লোপামুদ্রা মিত্র, বিশিষ্ট স্বনামধন্য সুরকার ও সংগীত পরিচালক জয় সরকার, সংগীত শিল্পী সৌনক চট্টোপাধ্যায়, সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, দেব চৌধুরী, ক্যাফে পজিটিভ এর কর্ণধার কল্লোল বোস সহ অন্যান্যরা।প্রত্যেক অতিথিদের প্রথমে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন এবং তরুণ শিল্পী অরিন সেনগুপ্তের একটি গান দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ও ভিডিও অ্যালবামটি উন্মোচন করেন।ভিডিও অ্যালবামটি উন্মোচন করেন সংগীত শিল্পী লোপামুদ্রা মিত্র ও জয় সরকারের হাত দিয়ে।উপস্থিত অতিথিরা সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে কয়েকটি কথা তুলে ধরেন, এবং বলেন সত্যিই অডিনকে ধন্যবাদ দেওয়া উচিত, পড়াশোনার মধ্য দিয়ে, এবং সময় বের করে যেভাবে গানটিকে ফুটিয়ে তুলেছেন এবং যেভাবে গানের সাথে লিপ মিলিয়েছেন, আমরা না আসলে বা উপস্থিত না থাকলে হয়তো বুঝতে পারতাম না, আর সবার মুখে আরেকটি কথা উঠে আসে তুমি হিন্দি বা ইংলিশ গান করো কিন্তু যদি একটা বাংলা গান এইভাবে করো হয়তো দর্শকরা আরও বেশি আনন্দ পাবে এবং গানটি শোনার চেষ্টা করবে, আর যে ভাবি তুমি সুরলয় ছন্দ ধরে গানটি কে ফুটিয়ে তুলেছো এর জন্য তোমাকে আমাদের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানায় এবং ধন্যবাদ জানাই তোমার পড়াশুনা আরও ভালো হোক তার সাথে সাথে ধন্যবাদ জানাই তোমার বাবা মাকে যারা তোমাকে এই উৎসাহ দিয়েছে কারণ তোমার বাবা মা যদি পাশে না থাকে উৎসাহ না দেয় কোনদিনও এই ভাবে এগুলো সম্ভব নয়। তাই তাদেরকেও আমাদের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই যিনি এই ভিডিও অ্যালবামটি তৈরি করেছেন তাহাকেও, এবং ধন্যবাদ জানাই সমস্ত মিডিয়াকে, কারণ সবকিছুর পাশে যদি মিডিয়া না থাকে প্রচার না হয় কোনদিনও একটা শিল্পী তার জায়গায় পৌঁছাতে পারে না। এ সোশ্যাল মিডিয়া হোক আর পিন মিডিয়া হোক আমাদের চলার পথে তাহারাই প্রেরণা, আরেকটি কথা বলবো, গানকে ভালোবাসো নতুন নতুন গানের উপহার দাও দর্শকদের আমরা এই কামনা করি। ধন্যবাদ জানাবো ক্যাফে পজেটিভ এর কর্ণধারকে যিনি বহু সামাজিক কাজ করে চলেছেন এবং এখনো তিনি করছেন, অসহায় মানুষদের পাশে আছেন, আমরাও তার অংশীদার রইলাম। কেউ শিল্পী অনিনের গান শুনতে ভুলবেন না, একটা শিল্পীকে আপনারাই তুলতে পারেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com