বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
৩১ শে আগস্ট, বৃহস্পতিবার, ঠিক দুপুর দুটোয়, অর্ণব রিঙ্গো ব্যানার্জীর পরিচালনায় এবং ঐন্দ্রিলা ব্যানার্জীর দ্বারা প্রজোজিত ও রিং বেলের যৌথ প্রযোজনায় ক্লিক ওটিটি প্লাটফর্মের ওয়েব সিরিজ “পিলকুঞ্জ” আজ সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রেক্ষাগৃহে বড় পর্দায় মুক্তি পেল,জনপ্রিয় নতুন জুটি শন ব্যানার্জী ও তৃণা সাহা কে নিয়ে দুর্ধর্ষ ও রোমহর্ষক গা ছমছম করা বাংলা ছবি পিলকুঞ্জ ,,দর্শকদের মন জয় করে নিল,সারা হল ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শকদের উত্তেজনা, আর থাকতে থাকতে উল্লাস, সবার মুখে একটি কথা ,এই ধরনের ছবি সচরাচর দেখতে পাওয়া যায় না। এই ছবিটি দেখে আমাদের আলাদা একটা মাত্রা এনে দিয়েছে। সত্যিই বলার কিছু নাই পরিচালক যেভাবে ছবিটি তৈরি করেছেন দর্শকদের মন তো কারবেই এবং তার সাথে সাথে সমস্ত শিল্পীর অভিনয় দক্ষতাপিলকুঞ্জ,ছবি শুভ মুক্তি পাওয়ার আগে, প্রজেক্ট টাইগারের ৫০ বছর পূর্তি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ,এই ছবির মুক্তি পেল ।এই ছবিতে অভিনয় করেছেন,, যে সকল অভিনেতা-অভিনেত্রী, এবং তাদের চরিত্রগুলি ছিল,, সিদ্ধার্থের ভূমিকা শন ব্যানার্জী, বিদিতার ভূমিকায় তৃনা সাহা, রামবাবুর ভূমিকায় শংকর দেবনাথ, শৈলেসের ভূমিকায় জোয়ী দেবরায় , সতীন্দর বুল্টি ভূমিকায় দেবতনু, ু ঝরনার ভূমিকায় বৃষ্টি রায় , গুল্লার ভূমিকায় সোহম শুক্লা পওয়াদা, ডক্টর বীর বাহাদুর এর ভূমিকায় প্রতীক রায়, জগমোহনের ভূমিকায় সৌরভ সাহা, কেশবের ভূমিকায় পালওয়াল চক্রবর্তী, মহান্তীর ভূমিকায় গৌতম মৃদ্ধা,এছাড়াও যারা এই ওয়েব সিরিজটির বিভিন্ন রূপ দিয়েছেন,, সাউন্ড, ডিজাইন ও শব্দ বিন্যাসে তীর্থঙ্কর মজুমদার, ভিসুয়াল এফেক্স রজত দলুই,, এবং গণমাধ্যম প্রচার মার্কেটিংয়ে রানা বসু ঠাকুর।সকল অভিনেতা-অভিনেত্রীদের মুখে একটাই কথা উঠে আসে, রিঙ্গোদা অর্থাৎ অর্ণব ব্যানার্জীর সাথে কাজ করে আমাদের অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। এবং আমরা যে এত সুন্দর ভাবে অভিনয় করতে পারবো আমরা কখনোই ভাবি নি, এরকম জীব জন্তুদের সাথে এবং জঙ্গলের মধ্যে, তাই আমাদের সবার তরফ থেকে রিঙ্গোদা কে, অশেষ ধন্যবাদ জানাই, আর ধন্যবাদ জানাই ক্লিক পরিবারকে ও ওটিটি প্লাটফর্মকে, এবং সকল দর্শক বন্ধুদের ও সিনেমা প্রেমীদের।