রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা:
সাবেক রেল সচিব মোঃ সেলিম রেজা জাতীয় মানবাধিকার কমিশনের সর্বক্ষণিক সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।তার বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলায়। জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ (২০০৯ সনের ৫৩ নং আইনে) ধারা ৬(১), ধারা (৫)২ এর সহিত পঠিতব্য এর বিধান অনুযায়ী ৮ ডিসেম্বর ২০২২ ইং বৃহস্পতিবার মহামান্য, রাষ্ট্রপতি সাবেক সচিব মোঃ সেলিম রেজাকে জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেন।মোঃ সেলিম রেজা মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য পদে অধিষ্ঠিত থাকাকালীন সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের ন্যয় সকল সুযোগ-সুবিধা ও বেতন ভাতা প্রাপ্ত হবেন। তিনি প্রতিমন্ত্রীর সমমানের মর্যাদার অধিকারী হবেন।জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য পদ পেয়ে মোঃ সেলিম রেজা মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালনের মাধ্যমে দেশের মানুষের কল্যানে কাজ করে যেতে চাই। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।