শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
উনিশে সেপ্টেম্বর, রানী রাসমণি রোডের সংযোগস্থলে এ আই কে এস, এর ডাকে বিরাট কৃষক সমাবেশ, বিভিন্ন জেলা থেকে ২১ টি সংগঠন এই সমাবেশে যোগ দেন, প্রায় তিন থেকে সাড়ে তিন হাজারেরও বেশি কৃষক জমায়েত হয়েছিলেন।এই সমাবেশে উপস্থিত ছিলেন এ আই কে এস ,এর প্রেসিডেন্ট অশোক ধাওয়াল, উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট লড়াকু নেতা হান্নান মোল্লা, এছাড়া উপস্থিত ছিলেন বিজু কিষণ, অমল হালদার, বিপ্লব মজুমদার সহ অন্যান্য নেতারা,বেশ কয়েকটি দাবি নিয়ে এবং রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন আজ সভায়, এবং হুংকার দিয়ে জানালেন, একদিকে কেন্দ্র সরকার যেমন একটার পর একটা সংস্থা বন্ধ করে চলেছেন ,তেমনি রাজ্য সরকার বিভিন্নভাবে টাকার বিনিময়ে ব্যবসা শুরু করেছেন, আমরা তা হতে দেব না। আমরা রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়বো এবং এখান থেকে রাজ্য সরকারের এই দুর্নীতি আমরা রুখে দাঁড়াবো, কেন্দ্র ও রাজ্য সরকারকে উৎখাত করবো, আজ কৃষকরা বুঝতে শিখেছে, তাই এই জনসভায় প্রমাণ করে দিল। আমরা কৃষকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আরো বুঝতে শিখুন, সঙ্ঘবদ্ধ হন এবং নিজেদের ন্যায্য অধিকার আদায় করে নিন ,আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো, রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের ভাঁওতাবাজিতে পা দেবেন না, দরকার হলে আমরা আবার দিল্লিতে গিয়েও দরবার করব। মঞ্চে দাঁড়িয়ে বারবার একটা জিনিসই প্রমাণ করলেন চাষিরা বুঝতে শিখেছে, আজ বৃষ্টির মধ্যেও প্রমাণ করে দিয়েছে, তারা কতটা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, বৃষ্টিতে সভা ছেড়ে এক পা কেউ চলে যায়নি। আমরা সকল কৃষক ভাইদের কাছে কৃতজ্ঞ,দাবী গুলি হল ব্যাংক, বীমার ,রেল ,খনি প্রতিরক্ষা সহ রাষ্ট্রয়াত ক্ষেত্রে বেলাগাম বিক্রি বন্ধ করতে হবে।সমবায় কে ধ্বংস করে চড়া সুদের নয়া প্রথা চালু করা চলবে না।গরিব মানুষের স্বার্থ বিরোধী বিদ্যুতের স্মার্ট মিটার চালু করা চলবে না ।শিক্ষক সহ অন্যান্য নিয়োগ দুর্নীতি যুক্ত দোষীদের কঠোর শাস্তি দিতে হবে ,সততা ও স্বচ্ছতার সাথে দ্রুত সমস্ত সরকারি পদে নিয়োগ করতে হবে।সেচ নিকাশি ব্যবহার সংস্কার, নদী ভাঙ্গন রোধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।কৃষি বিকাশ ও শিল্পায়নের মাধ্যমে বেকারদের কাজ দিতে হবে।
সারে সমস্ত রকম ভেজাল দেয়া বন্ধ করতে হবে।ধান পাট্টা রায়তী অধিকার রক্ষা করা, ধান পাট আলু সহ সব ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের ন্যায্য দাম দিতে হবে।অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করতে হবে,। সমস্ত দাবি যদি পূরণ না হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো। এবং কিভাবে সরকারকে উৎখাত করতে হয়, আমরা বুঝিয়ে দেব, আজকের সভা থেকে বিভিন্ন চড়া ভাষায় আক্রমণ করলেন।