শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
রিতেষ কুমার বৈষব, হবিগঞ্জ:
হবিগঞ্জের বানিয়াচঙ্গে বৃহস্পতিবার দিবাগত রাতে বিভিন্ন এলাকার চিহ্নিত জুয়ারী,, চোর, ডাকাত, মাদক বিক্রেতা সহ বিভিন্ন অপকর্মে জড়িত ৫ জনকে আটক করেছে বানিয়াচং থানার পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন-দে ” (বানিয়াচং সার্কেল) র দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন”র নেতৃত্বে গত ০৯/০৯ / ২০২১ইংরেজি বানিয়াচং থানা পুলিশের রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ডাকাতি ও চুরি মামলায় ২টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী বানিয়াচংঙ্গের একসময়ের আতংক ঝিলকি ( ক্রসফায়ারে নিহত) ডাকাতের আশ্রয় দাতা ও বিভিন্ন অপকর্মের হুতা মন্তাজ মিয়া (ভুসা) (২২) পিতা- মৃত আব্দুল কদ্দুছ, সাং- যাত্রাপাশা এবং তারাসই গ্রামের নেজামত মিয়ার ছেলে মাদক ও ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক আসামী চিহ্নিত জুয়ারি, মাদক বিক্রেতা রাজন মিয়া (২৮) সহ গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ কদর আলী, পিতা- নিম্বর আলী, সাং- যাত্রাপাশা, হাবিবুর রহমান, পিতা- মোঃ মানিক মিয়া, সাং- করচা, ও মাতাপুর গ্রামের সমছু মিয়া, পিতা- আক্তার আলী, সহ ৬ টি মামলার পরোয়ানা ভুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায় রাজন মিয়া দীর্ঘদিন যাবত বানিয়াচঙ্গের বিভিন্ন এলাকায় মাদক এবং জুয়া খেলার আয়োজন করে আসছে, তার একটি জুয়াচক্র রয়েছে, হবিগঞ্জ আন্তঃ জেলা ডাকাত দল সহ বিভিন্ন এলাকার মাদক বিক্রেতা ও অপকর্মের হোতাদের সাথে রাজন মিয়ার সম্পৃক্ততা রয়েছে। ডাকাত মন্তাজ উদ্দিন( ভুসা) ছোট বেলা থেকেই চুরি ডাকাতি সহ বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত। সে বেশ কয়েক বছর যাবত এলাকায় গাঢাকা দিয়ে লোকজনের চোখের আড়াল হয়ে গিয়েছিলো, তবে তার সাঙ্গপাঙ্গ নিয়ে রাতের বেলা ৪ নং ইউপি’র কুন্ডুর পার, বনমথুরা, বরুজ পাড়া এলাকায় দেখা যায় বলে জানিয়েছেন অনেকেই। ইতোমধ্যে বানিয়াচং থানা পুলিশের অভিযানে চোর , ডাকাত, মাদক বিক্রেতা, অপহরণ কারী সহ শতাধিক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের বিশেষ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। এই বিষয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইনর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান জনগণের শান্তি নিশ্চিত করাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য । আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। অপরাধী যত শক্তিশালীই হউক তাদের আইনের আওতায় আনতে আমি দৃঢ় সংকল্প বদ্ধ। পর্যায়ক্রমে সকল অপরাধীকে আইনের আওতায় আনতে এবং এলাকার শান্তি শৃঙ্খলা অভ্যাহত রাখতে এলাকার সচেতন মহল এবং সাংবাদিক বৃন্দের সহযোগিতা কামনা করি। বিচারার্থে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি, দাঙ্গা প্রতিরোধে বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযান চলমান আছে।