সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় ৯৪তম বারের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য্য ছিল। তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল না করায়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদুল আলম তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ জানুয়ারি নতুন দিন ঠিক করেন।