শুক্রবার, ১৪ Jun ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন

News Headline :
শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন রাজশাহীতে কোরবানিযোগ্য পশু সাড়ে ৪ লাখের বেশি দাম চড়া হবে নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে দুই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী পাবনার সুজানগরে আনারস প্রার্থীর ভোট না করায় মোটরসাইকেল সমর্থকদের বাড়িতে হামলা ও ভাংচুর লুটপাট পাবনা গণপূর্ত অধিদপ্তর কয়েককোটি টাকার বিনিময়ে ২য় দরদাতা বালিশকান্ডের হোতাকে কাজ দেওয়ার অভিযোগ র‌্যাব কুষ্টিয়া ক্যাম্প এর অভিযানে ১টি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার গাজীপুরে তিন উপজেলায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন পবায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাবনায় অগ্রনী ব্যাংক কাশিনাথপুর শাখার ভোল্ট থেকে ১০কোটি টাকা লোপাট আটক ৩ জড়িত উর্দ্ধতন কর্তৃপক্ষ পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ ৪২.৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড

রাজবাড়ীর বালিয়াকান্দিতে লম্পট চাচা শশুর গৃহবধূকে ওষুধ দেয়ার কথা বলে ধর্ষণ

Reading Time: < 1 minute

রাজু আহমেদ রাজবাড়ী:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে লম্পট চাচা শ্বশুরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অ’ভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে বালিয়াকান্দি থা’নায় একটি মাম’লা দায়ের করেন তার চাচা শ্বশুরের নামে। তবে মাম’লা দায়েরের পর দশ দিন পার হলেও আ’সামিকে গ্রে’ফতার করা সম্ভব হয়নি। লম্পট চাচা শ্বশুর জেলার বালিয়াকান্দির বহরপুর ইউপির মাতাল খালি গ্রামের আছির উদ্দিন ফকিরের ছেলে ইউনুস ফকির। ধর্ষিত হওয়া ওই গৃহবধূ জানিয়েছেন, তারা খুব হতদরিদ্র মানুষ । চাচা শ্বশুর ইউনুস ফকির । গত ২৭ মে দুপুরে আমাদের বাড়িতে আসেন এবং লম্পট চাচা শশুর আমার দিকে তাকিয়ে বলেন, তোর স্বাস্থ্য আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে ,চাচা শশুর আমাকে আরো বলেন তোর চিকিৎসা দরকার আমি কবিরাজি জানি আমি তোকে গাছের ওষুধ দেবো এই কথা বলে আমাকে বাড়ির পেছনের ঘাস ক্ষেতে আস্তে বলে । তোর আর তোর স্বামীর নাম আর ছবি একটা কাগজে লিখে নিয়ে আয়, একটা ওষুধ দিবো তুই ভালো হয়ে যাবি । লম্পট চাচা শশুরের এই কথা সরল মনে বিশ্বা’স করি এবং কাগজে নিজের ও স্বামীর নাম লিখে ঘাস ক্ষেতে যাই । এসময় ওই কাগজ দেবার সঙ্গে সঙ্গে লম্পট চাচা শশুর আমার মুখ চেপে ধরে ঘাস ক্ষেতে নিয়ে জোরজবস্তি করে আমাকে ধর্ষণ করে । পরে বাড়ি ফিরে ঘটনার দিনই থা’নায় মাম’লা দায়ের করি । এ বিষয়ে বালিয়াকান্দি থা’নার ওসি তারিকুজ্জামান জানান, ওই গৃহবধূকে রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই ইউনুস ফকির আ’ত্মগোপ’নে থাকায় তাকে গ্রে’ফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রে’ফতার করতে অ’ভিযান অব্যা’হত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 DailySaraBangla24
Design & Developed BY Hostitbd.Com