বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মো.ইমরান হোসেন, গাজীপুর:
গাজীপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার) প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠান রানী বিলাশমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শুক্রবার ১১.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব জনাব অশোক কুমার দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম, নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউট ঢাকা এর মহাপরিচালক এস এম আসাদুজ্জামান, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা এ.এইচ.এম কামরুল হাসান প্রমুখ।