শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আগামী ১৪ এপ্রিল পবিত্র মাহে রমজান শুরু হতে পারে।
নিউজ ডেক্স :
আপাতত ১৪ এপ্রিল পবিত্র মাহে রমজানের প্রথম রোজা শুরু হতে পারে এমন ধারনা থেকে সেহেরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। তবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ বা ১৫ এপ্রিল বাংলাদেশে রোজা শুরু হবে।
আগামী ১৪ এপ্রিল প্রথম রোজা হলে ঢাকা ও আশপাশের এলাকার মুসলমানদের ভোররাত ৪টা ১৫ মিনিটের মধ্যে সেহেরি শেষ করতে হবে; ইফতারির সময় ৬টা ২৩ মিনিট।
ইসলামিক ফাউন্ডেশন বলেছে ঢাকার সঙ্গে একই সময়ে সেহেরি হবে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, চাঁদপুর, লক্ষীপুর ও রংপুর জেলায়। আর ঢাকার সঙ্গেই ইফতার হবে গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোণা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি ও কিশোরগঞ্জ জেলায়।
দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১২ মিনিট পর্যন্ত বাড়িয়ে এবং ১০ মিনিট পর্যন্ত কমিয়ে দেশের বিভিন্ন জেলার মুসলমানদের সেহেরি ও ইফতার করতে হবে। এ ছাড়া প্রতিটি জেলার ইসলামিক ফাউন্ডেশন প্রতিটি মসজিদের সেহরী ও ইফতারের জন্য আযান নির্ধারন করে থাকে।