বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ নীলফামারী:
বর্ষা শেষে প্রকৃতিতে অপূর্ব শোভা বর্ধন করে এসেছে শরৎকাল। কিন্তু সাম্প্রতিক সময়ে ঋতুচক্রে শরতের হিয়াঁলীতে আবহাওয়ায় চলছে মিশ্র প্রতিক্রিয়া। শরতের এই নরম আবহাওয়ায় কখনো কাট ফাঁটা রোদ,ভ্যাপসা গরম, কখনো বৃষ্টি, কখনো নীল আকাশে সাদা মেঘ মালা,অকাল বন্যা।এসব ছাপিয়ে নীলফামারী কিশোরগঞ্জে শরৎকালে আগমন ঘটেছে শীতের কুয়াশা। রবিবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন মাঠ,ফসলের ক্ষেত,পথ-ঘাটে দেখা যায় ঘন কুয়াশার চাদর। সকালে হাটতে বের হওয়া বাহাগিলী ইউপি’র উঃ দুরাকুটি পশ্চিম পাড়া গ্রামের আমজাদ হোসেন নবাব জানান,ঘুম থেকে উঠে দেখি ঘন কুয়াশা নেমেছে। জলবায়ু পরিবর্তনের কারণে এখন ভরা শরৎ কালে শীতকালের মত কুয়াশা নেমে একাকার। তবে এসময় খুব গরম অনুভূত হয়েছে। মনে হয়েছে তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গেছে।কিন্তু আগের মত দেখা মিলছে না ঋতুর আসল বৈশিষ্ট্য ।