রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়া দৌলতপুরে দাতা সংস্থা পিচ এন্ড ইসমাইলের পরিচালক মোঃ শাহিন ও টিপুর উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ।আজ সকালে উপজেলার আল্লার দর্গা বাজারে অবস্থিত পিচ এন্ড ইসমাইলের নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে দাতা সংস্থা পিচ এন্ড ইসমাইলের পরিচালক মোঃ শাহিন আলী এক লিখিত বক্তব্য বলেন, গত শুক্রবার উপজেলার হলুদ বাড়িয়া জয়ভোগা ঈদগা গোরস্থান জামে মসজিদ ইমাম মেগদাদের অপসরণের বিষয়ে একটি সামাজিক বৈঠক কে কেন্দ্র করে বাক বিতণ্ডের এক পর্যায়ে শাহিন ও টিপুর উপর অতর্কিত হামলা চালায়, খন্দকার আরিফ, ইমন, অন্তর সহ আরো বেশ কয়েকজন। এ হামলায় গুরুতর আহত হয়ে দৌলতপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরে দৌলতপুর থানায় উপস্থিত হয়ে শাহিন আলী একটি লিখিত অভিযোগ প্রাদান করেন।