সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া :
ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে কতিপয় অসাধু চক্র মামলার এজাহারের কপি তৈরি করে মামলায় আসামী করে বিভিন্নজনের কাছে ফোন করে চাঁদা দাবি করছে। টাকা না দিলে যৌথ বাহিনী দিয়ে গ্রেপ্তার করানোর হুমকিও দিচ্ছে অসাধু চক্রটি। তৈরি করা এজাহারে শিক্ষক, বেসরকারি চাকুরিজীবী ও শহরের ধনাঢ্য ব্যবসায়ীদের আসামী করে তাঁদের মুঠোফোনে পাঠানো হচ্ছে। পরবর্তীতে ফোন করে চাঁদাবাজি করছে। জনগনকে এই অসাধু চক্রের কবল থেকে দূরে থাকার জন্য জেলা পুলিশ, কুষ্টিয়ার পক্ষ থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। কেউ আপনাকে তৈরিকৃত এজাহারের বা অন্য কোন মিথ্যা তথ্য দিয়ে টাকা চাইলে দিবেন না এবং বিভ্রান্ত না হয়ে নিকটস্থ থানায় এবং নিম্নোক্ত নম্বরে অবিলম্বে যোগাযোগ করুন। অসাধু চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সুপার, কুষ্টিয়া -০১৩২০-১৪৭১০০,অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) -০১৩২০-১৪৭১০২,অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া (ক্রাইম অ্যান্ড অপস্) – ০১৩২০-১৪৭১০৩,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি, কুষ্টিয়া) – ০১৩২০-১৪৭১০৪
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, কুষ্টিয়া),[সদর থানা,কুমারখালী থানা,খোকসা থানা] -০১৩২০-১৪৭১৪৫,অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া-০১৩২০-১৪৭১৭৫
অফিসার ইনচার্জ, কুমারখালী থানা, কুষ্টিয়া-০১৩২০-১৪৭২২৭,অফিসার ইনচার্জ, খোকসা থানা, কুষ্টিয়া – ০১৩২০-১৪৭২০১,অতিরিক্ত পুলিশ সুপার, (ভেড়ামারা সার্কেল,কুষ্টিয়া) [ভেড়ামারা থানা,দৌলতপুর থানা] ০১৩২০-১৪৭১৫০।,অফিসার ইনচার্জ, ভেড়ামারা থানা, কুষ্টিয়া -০১৩২০-১৪৭২৫৩,অফিসার ইনচার্জ, দৌলতপুর থানা, কুষ্টিয়া – ০১৩২০-১৪৭৩০৫
সহকারী পুলিশ সুপার, (মিরপুর সার্কেল,কুষ্টিয়া),[মিরপুর থানা, ইবি থানা ] -০১৩২০-১৪৭১৫৫,অফিসার ইনচার্জ, মিরপুর থানা, কুষ্টিয়া – ০১৩২০-১৪৭২৭৯,অফিসার ইনচার্জ, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা, কুষ্টিয়া – ০১৩২০-১৪৭৩৩১,অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা- ০১৩২০-১৪৭৩৫৭.