শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
ফজলুল করিম সবুজ,নওগাঁ-
নওগাঁর মান্দায় থানা পুলিশের অভিযানে ৪ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ১৩ই এপ্রিল (বুধবার) রাতে উপজেলার ১১নং কালিকাপুর ইউনিয়নের ছোট মুল্লুক এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চাঁদ শিকারি গ্রামের আব্দুর রফিক এর ছেলে শাহিন আলম (৩০), ও একই থানার লসমানপুর মিস্ত্রীপাড়ার বেরাদুল ইসলামের ছেলে জেনারেল ইসলাম (৩১), নওগাঁ জেলার মান্দা উপজেলার ছোট মুল্লুক গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে শমসের আলী (৪৫) ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৪০)৷
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় ৷ আসামিগন দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছিল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।