শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
সবুজ মোল্লা, ঈশ্বরদী পাবনা:
পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের শেখেরদাঁইড় ও মিরকামারী সিমানার মাঝখানে বসতবাড়ির একটি রাস্তায় প্রয়োজন ছাড়াই তৈরী করা হচ্ছে কালভার্ট।
এমনটাই অভিযোগ করেছেন এলাকাবাসী এমনকি এই কালভার্ট তৈরী করাকে হাস্যকর বলে মনে করছেন স্থানীয় জনগণ।
সরেজমিনে গিয়ে কালভার্টের বিষয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইলে, গ্রামের সুমা খাতুন (৩৫) নামের এক মহিলার সাথে কথা হয় তিনি বলেন , রাস্তায় ইটের তৈরী একটি কালভার্ট নির্মাণ হচ্ছে , চারদিকে সমান সমান মাটি, কালভার্টে পানি গড়ানোর মতো কোনো ব্যবস্থা নেই। এখানে কালভার্ট করার মতো কোনো নদী, নালা, খাল- বিল কোনো কিছুই নেই এই কালভার্ট সম্পুর্ন অপ্রয়োজনীয়’ । এটা আমাদের কোনো উপকারে আসবে না।
মিরকামারী হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ সুজন হোসেন জানান, এই কালভার্ট তৈরী করে কি করবে এখানে পানি যাওয়ার জায়গা কোথায়। কালভার্টের চারদিকে সমান সমান দুই দিকে মুখ বন্ধ, পানি আসবে কোন দিক দিয়ে আর যাবে কোন দিক দিয়ে এটাই তো বুঝতেছিনা। এমনকি এই কালভার্ট দিয়ে যেই দিকে পানি গড়ানোর চেষ্টা করছে, সেই দিকে মানুষের লিচু বাগান ও ফসলি জমি আছে। এতে করে মানুষের জমি নষ্ট হবে। সরকারী কাজ জায়গা মতো না করে যেখানে প্রয়োজন নাই সেখানে করে। যেই জায়গায় প্রয়োজন সেখানেই করা উচিত।
এরপর এলাকার মোমিন দেওয়ান (৩৫) এর সাথে কথা হলে তিনি জানান, এখানে কোনো নদী নাই, নালা নাই, খাল বিল কিছুই নাই এখানে কালভার্ট করাটা একটা হাস্যকর বিষয়। এখানে অপ্রয়োজনীয় কালভার্ট করে সরকারের টাকা নষ্ট করা হচ্ছে এখানে কোনো কালভার্টের প্রয়োজন নাই।
কালভার্ট নির্মাণের বিষয়ে সলিমপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার ওহিদুজ্জামান ওহিদুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে কালভার্ট প্রয়োজনেই নির্মাণ করা হচ্ছে। অকারণে কোনো কালভার্ট করা হচ্ছে না। জনগণের সুবিধার জন্য কালভার্ট নির্মাণ করা হচ্ছে। কালভার্ট নির্মাণ না করলে রাস্তার উপর দিয়ে পানি যায়। এতে রাস্তায় পানি জমে রাস্তা নষ্ট হয়। আর এজন্য কালভার্ট নির্মাণ কাজ করা হচ্ছে, এতে রাস্তার নিচে দিয়ে পানি যাবে রাস্তায় পানি উঠবে না, সকলের উপকারে আসবে৷
এ বিষয়ে সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবলু মালিথার সাথে কথা হলে তিনি জানান, জনগণের উপকারের জন্য কালভার্ট নির্মাণ করা হচ্ছে।