মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ মিজানুর রহমান,নীলফামারী:
নীলফামারীর কিশোরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১টি পরিবারের ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫থেকে ৭লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারটি জানায়।
সোমবার দুপুর ২টার দিকে উপজেলার রনচন্ডী ইউনিয়নের কিসামত দক্ষিণ পাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে ওই গ্রামের রামকৃষ্ণ মোহন্তের ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ভয়াবহতা মূহূর্তের মধ্যে বসতবাড়িতে ছড়িয়ে পড়লে নগদ টাকা, মোটরসাইকেল, তামাকসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
রণচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমান আগুনের পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।