মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
কামরুল হাসান, ময়মনসিংহঃ
আজ শুক্রবার (২৭ আগষ্ট , ২০২১ ) সকালে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্ভোধন করা হয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় এম. পি অসীম কুমার উকিল নতুন ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন। লতিফুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর হোসনে আরা প্রাথমিক বিদ্যালয়, কবি চন্দ্রপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই চারটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম,কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: আব্দুল কাদির ভূইয়া, সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাগণ এবং সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।