সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
হারুন উর রশিদ সোহেল,রংপুর॥
বহুল প্রতিক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশ, টুরিস্ট পুলিশ, পিবি আই পুলিশ ও কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির অংশগ্রহণে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে আনন্দ র্যালীটি পুলিশ কমিশনার কার্যালয় থেকে বের হয়ে টাউন হল এলাকা ঘুরে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ মেহেদুল করিম।
এসময় উপস্থিত ছিলেন,রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সিটিএসবি) মোঃ আবু বকর সিদ্দিক, উপ- কমিশনার (সদর দপ্তর) মোঃ মহিদুল ইসলাম, উপ- কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) মোঃ আবু সাইম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, পুলিশ সুপার (পিবি আই-রংপুর) আবুল বশার মোঃ জাকির হোসেন, পুলিশ সুপার (টুরিস্ট পুলিশ – রংপুর) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ ও অন্যান্য পুলিশ সদস্যবৃদসহ কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সদস্যবৃন্দ।