শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এম আর রাসেল হোসাইন, ঈশ্বরদী পাবনা:
পাবনার ঈশ্বরদীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সিদ্দিকে গ্রেফতার। গত (১০আগস্ট) বুধবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, পাবনা ‘খ’ সার্কেল, ঈশ্বরদী, পাবনা এর পরিদর্শক ছানোয়ার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ঈশ্বরদী থানাধীন মিরকামারী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ সিদ্দিকুর রহমান (৪৩) পিতা- মৃত: আব্দুল লতিফ, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনাকে এর নিজ বাড়ি হতে ০৩ (তিন) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেলের পরিদর্শক ছানোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩৬(১) সারণির- ১৯(ক) ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।