শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এম আর রাসেল, ঈশ্বরদী, পাবনা
পাবনার ঈশ্বরদীর সড়ক-মহাসড়কে চাঁদাবাজি বন্ধে ব্যাপক তৎপরতা চালাচ্ছে পাকশী হাইওয়ে থানা পুলিশ। জনসাধারণকে স্বাস্থ্যবিধি অনুসারে যাতায়াত এবং পণ্যবাহী যানবাহন নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছেন পাকশী হাইওয়ে থানা পুলিশ।
সড়ক-মহাসড়কে চাঁদা বন্ধ, স্বাস্থ্যবিধি অনুসারে গণপরিবহন চলাচল, পণ্যবাহী যানবাহনগুলোর নির্বিঘ্নে চলাচল, মালিক এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাসহ নানামুখী পদক্ষেপ নিয়েছেন পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশীষ কুমার সান্যাল। হাইওয়ে পুলিশের এমন পদক্ষেপের কারণে ন্যায্য ভাড়া পরিশোধ করে স্বাস্থ্যবিধি অনুসারে চলাচল করতে পেরে খুশি এ অঞ্চলের যাত্রীরা। পাকশী হাইওয়ে পুলিশের সব সদস্যদের নিয়ে আলোচনা করে মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে সড়ক মহাসড়কে চাঁদা আদায় বন্ধ করে দেন পাকশী হাইওয়ে থানা পুলিশ।এদিকে মহাসড়কে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে পাকশী হাইওয়ে পুলিশ এ অঞ্চলের প্রতিটি মহাসড়ক এবং মহাসড়ক এলাকায় তল্লাশি অব্যাহত রাখা হয়েছে। অপরদিকে পাকশী হাইওয়ে থানা পুলিশের কোনো সদস্য যদি চাঁদাবাজ চক্রের সঙ্গে জড়িত হয় তাহলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি।
তিনি আরো বলেন, মহাসড়কে চাঁদাবাজি বন্ধে এবং যাত্রী সাধারণের ভোগান্তি লাঘবে অধিকাংশ সময় আমি নিজেই সড়কে অবস্থান করছি, মালিক শ্রমিক সংগঠনগুলো সড়ক মহাসড়কে কোনো প্রকার চাঁদা আদায় করবে না বলে আমাকে আশ্বস্ত করেছে। মিডিয়া কর্মী এবং জনসাধারণের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে অবৈধ চাঁদা আদায়ের সঙ্গে যদি আমার কোনো পুলিশ সদস্যেরও সংশ্লিষ্টতা থাকে তাহলে সংশ্লিষ্ট ইউনিট প্রধানকে অবগত করবেন। আমরা সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব।