বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
হাফিজুর রহমান হাফিজ স্টাফ রিপোর্টার:
পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুর বুধবার দুপুর ১২ টার সময় পাবনা জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট ও পাবনা জেলা পুলিশের যৌথ অভিযানে উক্ত অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ করা হয়। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রুপপুর পারমানবীক বিদ্যুত প্রকল্পের গেট এর সামনে রুপপর মোড় সংলগ্ন খালি জায়গা কতিপয় ব্যক্তি অবৈধভাবে দখল করে দোকান ও অন্যান্য স্থাপনা পরিচালনা করে আসছিলেন। যাতে করে প্রকল্পে কর্মরত শ্রমিকদের নানা সমস্যার পাশাপাশি প্রকল্পের দৃষ্টি নন্দন দিকেও ত্রুটি হওয়ার কারনে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
উল্লেখ্য , রুপপুর মোড়স্থ এলাকা জুড়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের অর্থের বিনিময়ে দোকান বরাদ্দের সংবাদ প্রচারের পর এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে অনেকে ধারণা করছেন।