শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি বিএসটিআই রংপুর :
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর কর্তৃক সার্ভিল্যান্স অভিযান পরিচালনা
১৮.০১.২০২৪ ইং তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে- ক) যে প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়েছে প্রতিষ্ঠানগুলো হলো ঃ
১। মেসার্স রংপুর ব্রিকস এন্ড বøকস, মন্থনা হাজিরহাট, সদর, রংপুর প্রতিষ্ঠানের ক্লে-ব্রিকসের নমুনা পরীক্ষণের জন্য সংগ্রহ করা হয় এবং সিএম লাইসেন্স নবায়নের পরামর্শ প্রদান করা হয়।
২। মেসার্স রংপুর ফ্লাওয়ার মিলস, বিসিক কেল্লাবন্দ, রংপুর প্রতিষ্ঠানটিকে আটা, ময়দা, গমের ভূষি পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
৩। মেসার্স সাঈদ বেকারি, বিসিক কেল্লাবন্দ, রংপুর কারখানার পরিবেশ উওন্নত করার পরামর্শ প্রদান করা হয়।
৪। মেসার্স টেস্টি পেস্টি, ধাপ জেল রোড, মহানগর, রংপুর প্রতিষ্ঠান কে কেক পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
৫। মেসার্স ক্যাপ্টেন ফুডস্, ইসলামপুর, হনুমানতলা, সদর, রংপুর প্রতিষ্ঠানটিকে মিষ্টি পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
৬। মেসার্স পুষ্টি, পায়রা চত্বর, মহানগর, রংপুর প্রতিষ্ঠানটিকে মিষ্টি পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
৭। মেসার্স বৈশাখী মিষ্টি মেলা, পায়রা চত্বর, মহানগর, রংপুর প্রতিষ্ঠানটিকে মিষ্টি পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
৮। মেসার্স দধি মিষ্টি ভান্ডার, শাপলা চত্বর, স্টেশন রোড, মহানগর, রংপুর প্রতিষ্ঠানটিকে মিষ্টি পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
৯। মেসার্স কিং সুইটস, শাপলা চত্বর, স্টেশন রোড, মহানগর, রংপুর প্রতিষ্ঠানটিকে মিষ্টি পণ্যের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) এর নেতৃত্বে অভিযানটি পরিচাললিত হয়। উক্ত অভিযানটিতে আরোও উপস্থিত ছিলেন খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।
স্বাক্ষরিত-মফিজ উদ্দিন আহমাদ, উপপরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় অফিস প্রধান, রংপুর।