শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শেখ মো: ইব্রাহীম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪ মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সরাইলে মাদক বিরোধী অভিযানে ২৯ বোতল ফেন্সিডিল ও মাদক বহন কাজে ব্যবহৃত একটি বাইকসহ ৪ মাদক কারবারী গ্রেফতার করেন। গ্রেফতাকৃতরা হল, বেড়তলা গ্রামের জিয়াউর মিয়া ছেলে ছোটন মিয়া( ১৮), একই গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে শাহীন মিয়া(২৬), মকুন্দপুর গ্রামের জাহের মিয়ার ছেলে মুক্তার হোসেন(৩৪) এবং অলিপুর গ্রামের হেবজু মিয়ার ছেলে উজ্জল মিয়া(৩৭)।
সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে ।