বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
রাজু আহমেদ রাজবাড়ী :
রাজবাড়ীর পাংশায় উপজেলার ১৯৮৪ সালে নির্মিত হয় ক্রীড়া সংস্থার ভবনটির বেহালদশা। দীর্ঘদিন ধরে সংস্থার না হওয়ায় ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। থেমে আছে সংস্থার কর্যক্রম। এক সময় পাংশায় ক্রিকট, ফুটবলের পাশাপাশি গ্রামীণ খেলার আয়োজনের মধ্যদিয়ে সুনাম অর্জন করেছিল পাংশার এই ক্রীড়া সংস্থা। এখন কেবল শিশু-কিশোরদের বিভিন্ন খেলাধুলার অনুশীলন কার্যক্রম চলছে। প্রায় চার দশক আগে নির্মিত ভবনটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ভোগ ও ভোগান্তিতে খেলোয়ারসহ সংশ্লিষ্ট সকলেই। খেলোয়াড়রা বলেন, ড্রেসিংরুম না থাকায় আমাদের খেলাধুলার যে প্রয়োজনীয় জিনিসপত্র বাইরে রাখতে হয়, তা অনেক সময় হারিয়ে যায়। ভবনটি অতিদ্রুত সংস্কারের দাবি জানান উপজেলার ক্রীড়াপ্রেমী খেলোয়ারগণ। সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী বলেন, সরকারি কোনো বরাদ্দ না থাকায় ক্রীড়া সংস্থার ভবনটি নির্মাণ করা সম্ভব হচ্ছে না। তবে ভবনটি নির্মাণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।