শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
রাজু আহমেদ রাজবাড়ী :
দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফেরিঘাট এলাকায় দ্বিতীয় দফায় ভাঙন শুরু হয়েছে। হুমকির মুখে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট এবং লঞ্চঘাট। নদীগর্ভে যাওয়ার আশঙ্কায় রয়েছে। এর আগে রাজবাড়ীর সদর উপজেলার গোদারবাজার অংশে পদ্মা নদীর তীর সংরক্ষণ এলাকার সিসি ব্লকের ১৫০ মিটার অংশে ব্যাপক ভাঙনের পর আজ শুক্রবার সকালে ভাঙনে নদীর তীরবর্তী প্রায় ৩০মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মধ্যে রয়েছে শত শত বসতবাড়ি। ভাঙন আতঙ্কে নদীরপাড় থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে তাদের ঘরবাড়ি। নদীতে পানি বৃদ্ধি পেলে শুরু হয় তীব্র ভাঙ্গন দৌলতদিয়া এলাকায় দেখা যায়, দৌলতদিয়া লঞ্চঘাট ও ১নং ফেরিঘাটের এলাকায় মজিদ শেখের পাড়ার ৩০মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। সকাল ৭টা থেকে শুরু হওয়া ভাঙন অব্যাহত রয়েছে। দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়া থেকে আবু মেম্বার, আবুল মন্ডল, সোহেল মুন্সী, মোকছেদ মন্ডল, উজ্জল সরদারের বাড়িসহ বেশ কিছু বাড়িঘর সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয় এলাকাবাসী নদীর রক্ষা স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে দৌলতদিয়া লঞ্চঘাট সংলগ্ন মজিদ শেখের পাড়া এলাকায় ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহন করার দাবীতে ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দৌলতদিয়া লঞ্চঘাট টার্নিং এ সড়ক অবরোধ করেন। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খান মামুন বলেন, নদী ভাঙ্গন কবলিত এলাকা কাজ চলমান রয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি বলেছেন আজকের মধ্যে কাজ শেষ করবে। বালুভর্তি জিও ব্যাগ ফেলতে দেখা যায়।