বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
রাবিউল হক, লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাপের কামড়ে আমিনা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯) সকালে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এর আগে গতকাল বুধবার (১৮ মে) রাতে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের তার বাড়ি মুরগী রাখার খাঁচায় হাত দিলে তাকে সাপ কামড় দেয়।
আমিনা বেগম ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের আব্দুল আজিজের স্ত্রী বলে জানা গেছে।
ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান খোকন এ ঘটনার সত্যতা নিশ্চিত জানান, বুধবার রাতে ওই নারী তার বাড়িতে মুরগী রাখার খাঁচায় হাত দিলে তাকে সাপ কামড় দেয়। প্রথমে তাকে হাতীবান্ধা হাসপাতালে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে বলে জানা গেছে।
।।