রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
২৯ শে অক্টোবর ২০২৩ রবিবার, ভারতীয় জনতা পার্টি একটি অমৃত কলস যাত্রা করলেন, প্রত্যেকের মাথায় বিভিন্ন জেলার মাটি ভর্তি কলসি নিয়ে এই র্যালীর মাধ্যমে, তারা সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিলেন, আর নয় মাটি বিক্রি, আর নয় আত্মসাৎ,। এবার আমরা আসছি, হবে কুপকাত, চোরেদের দিন শেষ। গরিবের টাকা হবে না নস্যাৎ স্বাধীনতার অমৃত মহোৎসবে কর্তব্যপথে অমৃত বাগান নির্মাণের পরিকল্পনার জন্য যশোশী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কে সকলে ধন্যবাদ জানালেন, এই কলস যাত্রা থেকে । উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট দিলীপ ঘোষ এমপি, রাহুল সিনহা, অগ্নিমিত্রা পল সহ অন্যান্যরা ,র্যালীর প্রথম ভাগেই তারা পায়ে পা মেলান এবং বাকি বিভিন্ন জেলা থেকে আগত কর্মীবৃন্দরা মাথায় কলস নিয়ে ধর্মতলা ওয়াই চ্যানেলে উপস্থিত হন।সবার মুখে একটাই স্লোগান আমার মাটি, আমার দেশ, এরপর ওয়াই চ্যানেলে এসে মঞ্চে অলস রেখে কিছুক্ষণ বক্তৃতা দেন উপস্থিত সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ ও রাহুল সিনহা,সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে স্বৈরাচারী শাসক দল তৃণমূলের উপর খোব প্রকাশ করলেন এবং তীব্র ধিক্কার জানালেন,, শুধু তাই নয় ,তারা হুংকার দিয়ে বললেন, আর বেশি দিন নয় ,একে একে চোরেদের অন্ধকার কুটিরে থাকতে হবে, এই তো সবে ছোট ছোট পুটি মাছ ধরা পড়েছে, এরপর বাকী আছে রাঘববোয়ালরা, তারাও ছাড় পাবেন না, আর এবারের ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে ,এটা আমাদের আশা, দেশ চালানোর নামে শুধু চুরি ডাকাতি, আর গরিবের জিনিস রেশন থেকে শুরু করে শিক্ষা দপ্তর পর্যন্ত লুট করছে,, ৬ কোটি টাকার বাড়িতে বাস করছে, কোটি কোটি টাকার সম্পত্তি বানাচ্ছে ,এদের লজ্জা হয় না, তাই আর এই সকল বরদাস্ত করা যাবে না, এই কলস যাত্রার মধ্য দিয়ে আমরা শান্তির বাণী ফিরিয়ে আনব, আর চোরেদের এক এক করে জেলের ভেতর ঢোকাবো,এরপর ওয়াই চ্যানেল থেকে কলস যাত্রার দিল্লি অভিমুখে রওনা দেন ট্রেনে, এবং সেখান থেকেই শান্তির বাণী ছড়িয়ে পড়বে সারা পশ্চিমবঙ্গে। এবং সেখানকার শান্তির ছোঁয়া মাটি প্রতিটি গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছে যাবে।