শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
29 সেপ্টেম্বর শুক্রবার ঠিক সকাল আটটায়, রানী রাসমণি রোডে, যখন রাণী রাসমণি জন্ম দিবস পালন হয় মূর্তির সামনে, । ঠিক তার সামনেই, সকাল আটটায়, ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী organization, বিভিন্ন দাবী নিয়ে ধিক্কার মিছিল বিক্ষোভ সমাবেশ করলেন এবং ডেপুটেশন দিলেন, সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই সমাবেশ চলে, TRIBAL MASS PROTEST RALLY মধ্য দিয়ে শয়ে শয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিভিন্ন দিক দিয়ে এই সভায় আসেন, বিভিন্ন প্রশেসনের মধ্য দিয়ে,
মঞ্চে উপস্থিত ছিলেন ,রবীন্দ্রনাথ মূর্মু ,ডক্টর সুবল হাসদা ,মিল্টন চন্দ্র টুডু, কিশোর কুরা, তপন সরদার সহ অন্যান্যরা, প্রত্যেকেই তীব্রভাবে বক্তৃতার মধ্য দিয়ে সরকারকে আক্রমণ করেন, এবং বলেন সরকার যদি আইন মেনে না চলে এবং আমাদের ন্যায্য দাবি পূরণ না করে, তবে আমরা বুঝিয়ে দেব, কিভাবে দাবী আদায় করতে হয়,এবং যে সকল দোশীরা টাকার বিনিময়ে জাল এস টি সার্টিফিকেট দিয়েছেন ,তাদের উপযুক্ত যদি শাস্তি না দেওয়া হয়, আমরা তার বিচার কী করে করতে হয় বুঝাবো, আমরা দোষীদের উপযুক্ত শাস্তি চাই, এবং গাছ কাটা বন্ধ করতে হবে, গাছ কেটে কোনরকম প্রজেক্ট করা চলবে না, আমাদের আইন মোতাবেক সবকিছু মেনে চলতে হবে, যে আইন বিড়সা মুন্ডা থাকাকালীন করে গেছেন আমরা সেই আইন মেনে চলবো সরকারের কোন আইন আমরা মানব না। তারা সকল আইনের কাগজপত্র সবার সামনে তুলে ধরলেন। কিভাবে সবকিছু আইন বদলে নিজেদের আইনকে কাজে লাগিয়ে কাজ করছেন। কিভাবে জাল সার্টিফিকেট দিচ্ছেন, যতদিন না এই সকল আইন এবং দামি মিটবে তারা এই বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানালেন।দাবিগুলি হল আদিবাসীদের ইতিহাস বিকৃতির মাধ্যমে, কুরমি মাহাতদের রাজনৈতিক মদতে, এসটি হওয়ার চক্রান্ত রোধ করতে ও ফেক এস টি সার্টিফিকেট বাতিলের দাবি।জাতিসত্তা ধ্বংসকারী ইউসিসি বিল প্রতিরোধের দাবি ২০০৬ বনাধিকার আইন কার্যকরী করতে এবং ঠুরগা প্রকল্প ডেউচা পাচামী ও ২০২৩ বন সংরক্ষণ আইন বাতিলের দাবি,মনিপুরের ন্যক্কারজনক ঘটনা নারী নির্যাতনের প্রতিবাদে এস টি সার্টিফিকেট জালিয়াতি করে প্রকৃত আদিবাসীদের অধিকার হরণ কারীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে।