মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
মোঃ ইমরান হোসেন, গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে ফুটপাত দখল করে চলছে রমরমা বাণিজ্য। শুধু হকার নন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দখলেও রয়েছে কালিয়াকৈর বাসস্ট্যান্ড, বাজারের প্রধান সড়ক ও সড়কের পাশের ফুটপাত। ফলে রাস্তায় চলতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন শিশু, বৃদ্ধ ও পথচারীরা।
উপজেলার কালিয়াকৈর বাজার ও বাস স্ট্যান্ড, সফিপুর বাজার, পল্লীবিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় ঘুরে দেখা গেছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও কতিপয় নেতা ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে দীর্ঘ দিন যাবত মোটা অংকের চাঁদা আদায় করছে । এদের ছত্রছায়ায় হকাররা ফুটপাত জবর দখল করে ব্যবসা-বাণিজ্য দেদারছে চালিয়ে যাচ্ছে। ফলে ক্রেতা- সাধারণ ও. পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনিতেই গাড়ির চাপ, তার উপর হকারদের ফুটপাত দখল। ফুটপাত দখল মুক্ত করতে উপজেলা প্রশাসনকে বার বার আবেদন করলেও কোন সমাধান নেই। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কালিয়াকৈর বাসস্ট্যান্ড, বাজার রোড, চন্দ্রা সুবর্ণ ক্লিনিক হতে লাসানিয়া রেস্টুরেন্ট, হরিণ হাটি-পল্লীবিদ্যুৎ-জোড়াপাম্প, সফিপুর বাসস্ট্যান্ড ও বাজার রোড এলাকার চিত্র খুবই ভয়াবহ। এখানে মহাসড়কের দুই পাশে ফুটপাত ও গাড়ি পার্কিংএর জায়গা হকাররা জবর দখল করে বিভিন্ন ফলের দোকান, কাঁচা বাজার, রেডিমেড শার্ট-প্যান্ট, চটপটি, আখমাড়াই মেশিনসহ বিভিন্ন অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ফলে একদিকে যেমন পথচারীদের চলাচলে সীমাহীন দুর্ভোগ, অপরদিকে গাড়ি পার্কিংয়ের জায়গা জবর দখল হওয়ায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানী সহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী নানা ঘটনা। ফুটপাত হচ্ছে জনগণের চলার জন্য। কিন্তু হকারদের জবর দখলের কারণে ফুটপাতের সুবিধা পথচারীরা পাচ্ছে না। হঠাৎ অবৈধ দখলমুক্ত করতে মহাসড়কে উচ্ছেদ অভিযান চললেও কয়েক ঘণ্টা পর পুনরাই আগের চিত্র ফিরে আসে। কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম হোসেন বলেন, কালিয়াকৈর বাস স্ট্যান্ড ও বাজার মোড়সহ অন্যান্য স্ট্যান্ডের সড়কের ফুটপাত এক শ্রেণীর চাঁদাবাজ ও হকারদের দখলে চলে গেছে । ফলে পথচারী ও জন সাধারনের চলাচলে নানা হয়রানি ও বিরম্বনায় পড়তে হচ্ছে। বিষয়টি নিয়ে আমি পরবর্তী আইনশৃঙ্খলা সভায় উপস্থাপন করবো। এব্যাপারে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাউছার আহাম্মেদ বলেন, সড়ক ও মহাসড়কের ফুটপাত সরকারি জায়গায় । এ ফুটপাত দিয়ে পথচারী ও জনসাধারণের চলাচলে কোন প্রকার সমস্যা হলে অবশ্যই জনস্বার্থে উচ্ছেদ অভিযান সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । কালিয়াকৈরবাসীর দাবি, জরুরী ভিত্তিতে অবৈধ চাঁদাবাজ ও দখলদারদের কবল থেকে পথচারী ও জনসাধারণের স্বার্থে সকল সড়ক ও মহাসড়কের পাশে ফুটপাতগুলো দখলমুক্ত করতে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।