বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ মিজানুর রহমান,কিশোরগঞ্জ নীলফামারী:
নীলফামারীর কিশোরগঞ্জে মা ও শিশু ডিজিটাল কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে উপজেলার মেডিকেল মোড়ে এ ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন,আবাসিক মেডিকেল অফিসার এবিএম তানজিমুল হক মিল্লাত,মেডিকেল অফিসার রবিউল ইসলাম, টেকনোলজিস্ট ল্যাব জহুরুল ইসলাম,স্যানিটারী ইন্সপেক্টর আহমেদ আলী শাহ্। ওই ডায়াগনস্টিক সেন্টার এর স্বত্বাধিকারী শফিকুলের মেডিকেল প্রাকটিস এর বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর ৮ নং ধারা ভঙ্গ ও ১৩ ধারায় এ অর্থদণ্ড করা হয়।