শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

News Headline :
পাবনায় “তারুণ্যের উৎসব ২০২৫”: আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে নবাগত জেলা প্রশাসকের কর্মদিবস শুরু!! গোবিন্দগঞ্জে ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ১২০ শিক্ষার্থীদের পথচলা পুরাতন কাঠের তৈরি সাঁকো ভাঙ্গলেই সমস্যা হবে শেরপুরে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টা মাদক সমাজের ক্যান্সার এটা প্রতিরোধে প্রশাসনের অনিহা-শিমুল বিশ্বাস গণমাধ্যমে বিকৃত তথ্য প্রচার ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকে প্রতিবাদী ব্রিফিং কৃষি অফিসের সামনে থেকে প্রণোদনার সার-বীজ পাচার রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না-সারজিস আলম গাবতলীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ এই জনপদকে যারাই পদদলিত করেছে বাঙ্গালি তাদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে-শিমুল বিশ্বাস

ক্যালকাটা টেলিফোন সার্কেল কর্মচারী ইউনিয়ন টেলিফোন অফিসে গেটের সামনে বিক্ষোভ

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা:
জয়েন্ট ফোরাম অফ বিএসএনএলই ইউ, এনএফ টি ই ও এফ এন টি ও ক্যালকাটা টেলিফোন সার্কেল কর্মচারী ইউনিয়ন টেলিফোন অফিসে গেটের সামনে বিক্ষোভ দেখালেন,।
আজ ১৪ই জুন, বুধবার, বেলা দুটোই টেলিফোন কর্মচারী ইউনিয়ন ,তাদের বিভিন্ন দাবি এবং টেলিফোন পরিষেবার উন্নতির দাবি নিয়ে এবং কর্মচারীদের ভবিষ্যতের কথা ভেবে, টেলিফোন ভবনের গেটের ভেতরে এক বিক্ষোভ সমাবেশ করলেন, যদিও তারা রাজভবন পর্যন্ত যাওয়ার কথা, কিন্তু গেটের বাইরে সারা বছর ১৪৪ ধারা জারি থাকায়, তারা মিছিল করে রাজভবন যেতে পারেননি। তাই তারা তাদের পাঁচজনের প্রতিনিধি দলকে দিয়ে রাজভবনে রাজ্যপালের জয়েন্ট সেক্রেটারির কাছে মেমোরেন্ড নাম পাঠান রাজ্যপাল বাইরে আছেন এবং তাহার সহিত ফোনে কথা হয়,আজ কলকাতার বিভিন্ন টেলিফোন অফিসে এবং কলকাতার বাইরে বিভিন্ন টেলিফোন অফিসে একই দাবি নিয়ে বিক্ষোভ দেখান। তার মধ্যে হাওড়া শ্রীরামপুর বালিগঞ্জ স্টেশন ব্যারাকপুর সহ অন্যান্য জায়গায় বেশ কয়েকশ কর্মচারী এই বিক্ষবে সামিল হন।
তাহাদের দাবি অবিলম্বে বিএসএনএল নন এক্সিকিউটিভ কর্মচারীদের জন্য নতুন প্রমোশন পলিসি চালু করতে হবে। গ্রাহকদের স্বার্থে বিএসএনএল ফোর জি ও 5g মোবাইল পরিসেবা চালু করতে হবে। ৩০ হাজার কর্মী যদিও কোনোভাবে কাজ করছে কিন্তু বারো হাজার কর্মীর কোনরকম প্রমোশন দেওয়া হয়নি, তাই আমরা কর্মীদের স্বার্থে আমাদের এই আন্দোলন, রিটিয়ার কর্মীদের স্বার্থে আমাদের এই আন্দোলন। যদি কেন্দ্রীয় সরকার উন্নত পরিষেবা না দেয় তাহলে আস্তে আস্তে এই টেলিফোন ব্যবস্থা ভেঙে পড়বে। তাই আমাদের দাবি উন্নত মানের পরিসেবা দিলে গ্রাহকরা পুনরায় ফিরে আসবে, নচেৎ আস্তে আস্তে সমস্ত গ্রাহক রা টেলিফোন ছেড়ে দিয়েছে।। এবং কর্মীদের কোনরকম পদোন্নতি হচ্ছে না। তাই কেন্দ্রীয় সরকারের কাছে আরজি অবিলম্বে এই টেলিফোন ব্যবস্থাকে উন্নত করা এবং ফোরজিও ৫জি টেলিফোন ব্যবস্থা চালু করা দরকার।।
যদি কেন্দ্রীয় সরকার না মানেন তবে ৭ জুলাই ২০২৩ দিল্লি অভিযান হবে এবং সেটা সুবিনিয়ারের জন্য, আমরা দিল্লিতে গিয়ে দরবার করব, অবিলম্বে কেন্দ্রীয় সরকার এই টেলিফোন ব্যবস্থাকে হস্তক্ষেপ করুক।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com