admin
- ৩১ আগস্ট, ২০২২ / ১৮৬ Time View
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলা সদরের ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসন
অভিযান চালিয়ে ৫টি ক্লিনিককে জরিমানা, একই সাথে ৩টি ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে রুম সিলগালা করেছে। এসময় ক্লিনিক মালিকদের সর্তক করেন সিভিল সার্জন।
বুধবার(৩১ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে সিভিল সার্জনের নেতৃত্বে অভিযান চালানো হয়। খাগড়াছড়ির সিভিল সার্জন মো. ছাবের জানান, জেলা সদরের সবকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে টেকনোলোজিস্ট না থাকায় চাঁদনী, মেডিকেল সেন্টার, কেএসটিসি’র ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে রুম সিলগালা করা হয়। ফেয়ার হেলথ ক্লিনিক ও চেঙ্গী কাশবনসহ ৫টি ক্লিনিককে মেডিকেল প্রাক্টিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী অধ্যাদেশ ১৯৮২সালের আইন অনুযায়ী ২০হাজার টাকা অর্থদন্ড করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন। ডেপুটি সিভিল সার্জন মিল্টন চাকমা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আর ইমরান।