শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গ্রামীণ ব্যাংক গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট গ্ৰামীণ ব্যাংক শাখার উদ্যোগে সোমবার পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন, ব্যাংকের ঋণ বিশেষ আমানত ও ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি উপলক্ষে কেন্দ্র প্রধানদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের গাইবান্ধা জোনের জোনাল ম্যানেজার মো. আব্দুল হাদী। তুলসীঘাট শাখার ব্যবস্থাপক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী মহা-ব্যবস্থাপক প্রকাশ চন্দ্র তরফদার, ব্যাংকের এরিয়া ম্যানেজার ইস্রাকুল ইসলাম প্রমুখ।পরে প্রধান অতিথি বর্ষা মৌসুমে পরিবেশের ভারসাম্য রক্ষায় কেন্দ্র প্রধানদের প্রতেককে ৫টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা উপকার ভোগীদের মধ্যে বিতরণ করেন। এই বৃক্ষরোপন কর্মসূচির আওতায় গাইবান্ধায় ৫০ লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে সভায় জানানো হয়।