বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শফিউল আলম শফিক, শ্রীবরদী শেরপুর :
শেরপুরের শ্রীবরদীর ঝগড়ারচর বাজারে রাস্তার দুই পাশে অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাট। এতে করে যান চলাচল ও পথচারীরা বিপাকে পডেছে।
সপ্তাহের শনিবার ও বুধবার এই দুইদিন এখানে হাট বসে। হাটের দিনে রাস্তার দুই ধারে দোকানপাট বসার কারণে এই দুই দিনে সৃষ্টি হয় বিশাল যানজট। হাটের লোকজন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এছাড়া মাছ ও মাংসের বাজারের সেট দীর্ঘ দিন ধরে প্রভাবশালীরা দখল করে ছোট ছোট ঘর করে দোকান ঘর ভাড়া দিয়েছে। এনিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এলাকার সচেতন মহল মনে করছেন অতি দ্রুত রাস্তার দুই পাশের দোকান পাট উচ্ছেদ করা প্রয়োজন।ঝগড়ার চর বাজার হাট ইজারাদার আব্দুল আল ফারুক লেবু বলেন, রাস্তার দুই ধারে দোকানপাট হওয়ার কারণে হাটের দিনে সৃষ্টি হয় যানজট। এতে পথচারী, হাট বাজারে আসা লোকজন ও শিক্ষার্থীদের চলাচলে অসুবিধা হয়।