বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শেখ মোঃ সাইফুল ইসলাম,গাইবান্ধা:
বছরে দুই ঈদের মুহুর্তে, অজ্ঞান পার্টি নামক চক্রের খপ্পরে সর্ব শান্তের ঘটনা ঘটেই চলছে গাইবান্ধা জেলায়।
গতকাল শনিবার রাতে গাইবান্ধা জেলার খোলাহাটি ইউনিয়নের কুমার পাড়া গ্রামের এনায়েত মিয়ার পরিবারকে সর্ব শান্ত করেছে অজ্ঞান পার্টি নামক চোর চক্র।
এ ভয়ানক চোর চক্রটি এনায়েত মিয়ার কুরবানির পশু বিক্রয়ের খবর জানতে পেয়ে, গোপনে এনায়েত মিয়ার বাড়ির টিউবওয়েলের পানিতে চেতনা নাশক ওষুধ মিশিয়ে বাড়ির আশপাশে অপেক্ষায় থাকেন চক্রটি।
টিউবওয়েলের পানি রাতে পরিবারের সদস্যগণ পান করলে, অজ্ঞান হয়ে পারে পরিবারের সকল সদস্য, সেই সুযোগে এনায়েত মিয়ার গরু বিক্রয়ের ৪,৬৫,০০০, হাজার টাকা নিয়ে উধাও হন অজ্ঞান পার্টি নামক চোর চক্র।
চুরির ঘটনাটি সকালে খোলাহাটি ইউনিয়নের কুমার পাড়া গ্রামে ছড়িয়ে পড়লে, ঘটনা স্থলে যায় সংবাদকর্মী, ঠিক তখনও এনায়েত মিয়ার পরিবারের লোকজনদের অজ্ঞান অবস্থায় থাকতে দেখা গিয়েছে।