admin
- ২৫ নভেম্বর, ২০২২ / ১৫৯ Time View
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, কালিয়াকৈর গাজিপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আবাসিক হোটেল গুলোতে অসামাজিক কার্যকলাপের আকরা হয়ে উঠেছে। এ সমস্ত আবাসিক হোটেল গুলোতে দু’একজন মেয়ে রেখে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনদের । কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ এবং হাই স্কুলের পাশেই চলছে অবৈধ ভাবে রংধনু, মেঘলা, নিউ অতিথি আবাসিক হোটেলে চলছে দেহ ব্যবসা। স্থানীয়দের অভিযোগ ১০০ ফিট দূরে রয়েছে চন্দ্রা কেন্দ্রীয় মসজিদ এবং তার পাশে একটা হাই স্কুল এবং সরকারি কলেজ আর এই পরিবেশে কিভাবে অবৈধ ভাবে আবাসিক হোটেলে দেহ ব্যবসা করে এই বিষয়ে আইন প্রশাসনের নীরব ভূমিকা কে ভিন্ন চোখে দেখছেন স্থানীয়রা। এছাড়া এমন একটি স্থানে অবৈধ হোটেল বন্ধে আইন প্রশাসনেরর সুদৃষ্টি কামনা করছেন জনসাধারণ। সরজমিনে গিয়ে জানাযায় রংধনু, মেঘলা,নিউ অতিথি নামে আবাসিক হোটেলর মালিক হচ্ছেন ১/ ইয়াসিন ২/ শাজাহান হোসেন ৩/ বাবুল মিয়া ও হোটেল ম্যানেজারের দায়িত্ব পালন করছেন । এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে রংধনু , মেঘলা,ও নিউ অতিথি আবাসিক হোটেলের ছোট ছোট স্টিকার ও পোষ্টার লাগানো হয়েছে রাস্তা পাশে ।