শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা:
আজ ৭ই জানুয়ারী রবিবার, এক বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে, শিখ সম্প্রদায়ের মানুষেরা গুরু গোবিন্দ সিং জিউ এর ৩৫৭ তম জন্ম দিবস পালন করলেন, অগণিত ভক্ত এই শোভাযাত্রায় পা মেলান, এই শোভাযাত্রা যগু বাবুর বাজার গুরুদুয়ারা থেকে শুরু করে রবীন্দ্রসদন , ময়দান , ধর্মতলা হয়ে সেন্ট্রাল এ্যভি নিউ যান,সমস্ত গুরুদুয়ারার, শিখ সম্প্রদায়ের মানুষেরা, ভবানীপুর এর সামনে জমায়েত হন এবং সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে গুরুজীকে সম্মান জানাতে এবং তাহার প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন অনুষ্ঠান এর মধ্য দিয়ে সম্পন্ন করেন।
সারা রাস্তা জুড়ে , এবং গুরুজীর আগে আগে, পুরো রাস্তায় জলে ছিটে দিয়ে, ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে করতে মহিলারায এগিয়ে চলেন এবং ছোট থেকে বড় সবাই কুচো ফুল ছড়িয়ে গুরুজিকে একটু একটু করে এগিয়ে নিয়ে চলেন, সাথে সংগীত ও গুরুজীর জয় ধনী করতে থাকেন, বহু স্কুলের ছেলে মেয়েরা এই শভা যাত্রায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠান দেখতে যেমন রাস্তার দু’ধারে অগণিত মানুষ অপেক্ষা করতে থাকেন ,তেমনি সারা রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এবং প্রশাসনিক সহযোগিতা নিয়ে এই গুরুজীর শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে চলতে থাকে, পথ চলতি মানুষ অপেক্ষা করতে থাকেন গাড়ির জন্য, কারণ এই বর্ণাঢ্য শোভাযাত্রা এতটাই বড়, মানুষকে আধঘন্টা থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করতে হয়।, আর একই দিনে দুটি অনুষ্ঠান পড়ায়, সারা রাস্তায় যান জোটের সৃষ্টি হয় ,একদিকে ডি ওয়াই এফ এর সমাবেশ, অন্যদিকে এরকম একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ,সকলকেই অস্বস্তিতে ফেলেছিল, এর সাথে সাথে বাস না পাওয়ায় ,মেট্রোতেও প্রচন্ড ভিড় দেখা যায়। কিন্তু কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি ,সবাই সুস্থভাবে বাড়ি যাওয়ার চেষ্টা করেছেন, শুধু তাই নয় এই বন্যার্ত শোভাযাত্রার সাথে সাথে বিভিন্ন রকম , সকল জনগণ এবং শিখ সম্প্রদায়ের ভক্তদের জন্য, রাস্তার মাঝে মাঝে তারা, গুরুজীর প্রসাদ , শরবত চা ফল সব রকম ব্যবস্থা রেখেছিলেন এবং সবার হাতে দেন। অচলতি মানুষ যেতে যেতে গুরুজীর এই সকল প্রসাদ গ্রহণ করে।