নিজস্ব সংবাদদাতা, গোবিন্দগঞ্জ গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যত্র-তত্র বালু উত্তোলন ও পরিবহন এবং ড্রাম ট্রাকে বাহির জেলায় সরবরাহ বন্ধে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে। সোমবার (২০ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক জননেতা এম এ মতিন মোল্লার নেতৃত্বে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপির অনুলিপি দেওয়া হয়-মাননীয় সচিব, বন ও পরিবেশ মন্ত্রণালয়; মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, ঢাকা; বিভাগীয় কমিশনার, রংপুর; পরিচালক, পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগ ; জেলা পুলিশ সুপার, গাইবান্ধা; হাইওয়ে পুলিশ সুপার, বগুড়া জোন এবং গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। নাগরিক কমিটি দাবি করে- অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণনে বাড়ি-ঘর, আবাদি জমি, রাস্তা-ঘাট ও পরিবেশ প্রকৃতি ধ্বংস হচ্ছে, কাটাখালী ব্রীজ সংলগ্ন জাতীয় গ্রীডে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন হুমকির মুখে, বালু বিপণন ট্রাক দুর্ঘটনায় ও সৃষ্ট গভীর খাদে শিশু সহ ১০ জনের অধিক মানুষ মারা গেছে, আহত হয়েছে অনেক এবং ভয়াবহ ভূমি ধ্বসের আশংকা দেখা দিয়েছে। তাই গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি কার্যকরী পদক্ষেপ কামনা করে।
ইতিমধ্যে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি ধারাবাহিক কর্মসূচী অংশ হিসাবে মানববন্ধন, সংবাদ সম্মেলন, মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচী পালন করেছে।
স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন বাসদ গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক, ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ভোক্তা মঞ্চের সভাপতি আলমগীর হোসেন, সাবেক ফুটবলার সমাজ সেবক শাহাবুবুল আলম মিতু,সমকাল গোবিন্দগঞ্জ প্রতিনিধি এনামুল হক সহ সংবাদিক বৃন্দ।