রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা
আজ ৩রা নভেম্বর শুক্রবার, ধর্মতলা টিপু সুলতান মসজিদ থেকে গান্ধী মূর্তির সামনে পর্যন্ত এক বিশাল র্যালি ও সমাবেশ করলেন,তাদের একটাই স্লোগান যারা নিরীহ ছোট ছোট শিশু ও নারীদের হত্যা করেছে, সেই ইজরাইল ধ্বংস হোক এবং এই ধ্বংস নীলা বন্ধ হোক, এবং বিদেশি খাবার বন্ধ কর, কেউ বিদেশী খাবার খাবে না, প্রায় চার থেকে পাঁচ হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ, গর্জে উঠলেন এবং মেয়ে থেকে পুরুষ এমনকি শিশুরাও এই মিছিলে পা মেলান, মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের সদস্যরা, জাভেদ খান পরমান্দ মহারাজ, ফাদার অলোক ঘোষ, মৌলানা আবুল মিয়া, তরুণ মহাশয় সহ অন্যান্যরা। আজ সেন্ট্রাল এর মুখ থেকে ধর্মতলা ও গান্ধী মূর্তি পর্যন্ত সমস্ত রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছিল এই বিশাল মিছিলে, অফিস ফেরত থেকে শুরু করে অন্যান্য যাত্রীরা বাসে এবং রাস্তার দু’ধারে অপেক্ষায় ছিলেন, কখন মিছিল শেষ হবে এবং তারা গন্তব্যস্থলে পৌঁছাবে।
সারা মিছিল জুড়ে একটা স্লোগান , গাজায় যেভাবে ছোট ছোট শিশুদের মেরে ফেলা হয়েছে ও নারীদের সেই দেশদ্রোহী ইসরায়েল ধ্বংস হোক, কোন দেশে তাদের ঠাঁই নাই, তার সাথে সাথে ভারত সরকারকে সতর্ক করে দিলেন, এইভাবে চুপ না থেকে ব্যবস্থা গ্রহণ করার, এবং উপস্থিত মিছিলে সকল সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে জানান, বিদেশি খাবার বন্ধ করো। কেউ বিদেশী জিনিস কিনবে না,বিদেশি খাবার খাবে না, এই প্রতিজ্ঞাবদ্ধ হতে বললেন। কেউ ইজরায়েলি জিনিস পড়বে না।