বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ মাহমুদ উদ্দিন,জুড়ী:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের দক্ষিণ বড়ধামাই এলাকার হাজী খুরশীদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ সভা চলাকালীন অবস্থায় আজ মঙ্গলবার (২৫জুলাই) সকাল ১১ টায় আকস্মিক ভাবে ভবনের ছাদ ধ্বসে পড়ে উপস্থিতিদের উপর। তবে উক্ত ঘঠনায় কেউ হতাহত হননি।সরজমিনে জানা যায়, বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৮৯ ইং সনে। নির্মিত বিদ্যালয়ের পুরাতন ভবনে বর্তমানে শিক্ষক/শিক্ষিকাদের অফিস কক্ষ হিসেবে ১ টি রুম, বিদ্যালয়ের আনুষাঙ্গিক জিনিসপত্র নিয়ে ১ টি রুম ও কোমলমতি শিশুদের ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের পাঠদানের জন্য মধ্য রুমটি ব্যবহার করা হচ্ছে। বিদ্যালয় প্রতিষ্ঠার শুরুর দিকে নির্মিত এ ভবনের প্রতিটি রুমের ছাদে বড় বড় ফাটল ও গর্ত লক্ষ্য করা যায়। যখন তখন যে কোন ছাদ যেকোন রুমে ধ্বসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে।২০১১-২০১২ ইং অর্থবছরে উক্ত বিদ্যালয়ে এলজিইডি জুড়ী কর্তৃক নির্মাণ করা হয় ১তলা বিশিষ্ট ৩টি কক্ষের ১টি ভবন। উক্ত ভবনের ১টি রুমে শিশু শ্রেনীর কোমলমতিদের জন্য নির্ধারিত থাকলে অবশিষ্ট ২ টি কক্ষে চলে তৃতীয় ও চতুর্থ শ্রেনীর পাঠদান।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিপ্রা দাস জানান, জায়গা সংকুলান না হওয়াতে অনেক ঝুঁকির মধ্যে ও আমরা পুরাতন ভবনটি ব্যবহার করছি। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে আবেদন জানিয়েছি।বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি শামীম উদ্দিন জানান, আমাদের বিদ্যালয়ের এ সমস্যার বিষয়ে এবং নতুন ভবনের জন্য আমরা ইতিপূর্বে সরকারের সংশ্লিষ্ট বিভাগের নিকট আবেদন করেছি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিহীত কোন ব্যবস্থা না নেওয়ায় অনেক ঝুঁকির মধ্যে শিক্ষক ও কোমলমতি শিশুরা বিদ্যালয়ে সময় পার করেন। এবিষয়ে মাননীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী আনজুমান জানায়, আমরা অনেক ঝুঁকির মধ্যে ক্লাস করি। আমাদের বিদ্যালয়ে নতুন একটি ভবন প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির নিকট আবেদন করছি।মো: মহিউদ্দিন ভূইয়া মুঠোফোনে জানান, আমি সিলেটে একটি প্রোগ্রামে আছি। প্রধান শিক্ষক ফোনে বিষয়টি জানিয়েছেন, আমি এসে ব্যবস্থা নেব।